Advertisement
E-Paper

প্রাক্তন জর্জিয়ার সঙ্গে কোনও যোগাযোগ নেই, সুরাকে নিয়েই সুখী হতে চান, স্পষ্ট করলেন আরবাজ়

আরবাজ় খানের প্রাক্তন প্রেমিকা জর্জিয়া জানিয়েছিলেন, তাঁরা দু'জনে এখনও ভাল বন্ধু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা অস্বীকার করলেন সলমন খানের ভাই আরবাজ়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৩
Arbaaz khan on Georgia andriani’s Interviews on their break up

(বাঁ দিকে) আরবাজ খান এবং সুরা খান, জর্জিয়া আন্দ্রিয়ানি। ছবি: সংগৃহীত।

বলি অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ছিল আরবাজ খানের। সেই সংসার ভাঙার পর বিদেশি মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান সলমনের ভাই আরবাজ়। তবে সেই সম্পর্কও টেকেনি। ২২ বছরের ছোট জর্জিয়ার সঙ্গে আচমকাই সম্পর্ক ভাঙে আরবাজের। তার পর গত বছর ২৪ ডিসেম্বর আরবাজ বিয়ে করেন রূপটানশিল্পী সুরা খানকে। সুরার সঙ্গে বিয়ের পর আরবাজ তখন ‘ক্লাউড নাইন’-এ। পুরনো প্রেম ভুলে আরবাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। অন্য দিকে জর্জিয়া কিন্তু ভুলতে পারেননি আরবাজকে। বিচ্ছেদের বিরহে কাতর। আর তাই বিভিন্ন সাক্ষাৎকারে জর্জিয়া বলেছিলেন, ‘‘আমাদের প্রেমের সম্পর্ক না থাকলেও আমরা এখনও বন্ধু। আমি এখনও আরবাজকে পছন্দ করি।’’

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জর্জিয়ার সেই কথার বিরোধিতা করেছেন আরবাজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, জর্জিয়ার সঙ্গে তাঁর কোনও রকম যোগাযোগ নেই। তিনি এখন শুধু সুরার স্বামী। জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের মাস কয়েক পরেই সুরার সঙ্গে আলাপ হয় আরবাজ়ের। এক বছর সুরার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। তার পর বিয়ের সিদ্ধান্ত নেন। জর্জিয়া যে তাঁর জীবনে এখন পুরোপুরি অতীত, সেটাই স্পষ্ট করে দেন আরবাজ়। এ প্রসঙ্গে আরবাজ় বলেন, ‘‘জর্জিয়ার সাম্প্রতিক কিছু সাক্ষাৎকারে অনেকেরই মনে হয়েছে যে, আমাদের মধ্যে বোধ হয় কোনও যোগাযোগ রয়েছে। তা কিন্তু একেবারেই সত্য নয়। আমার দুভার্গ্য যে, এই বিষয়টির ব্যাখ্যা দিতে হচ্ছে আমাকেই। সুরার সঙ্গে দেখা হওয়ার আগে বছরখানেক আমি কোনও সম্পর্কে ছিলাম না।’’

আরবাজ় জর্জিয়ার উপর যে বেশ অসন্তুষ্ট হয়েছেন, তা বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন, ‘‘আমার বিয়ের পর এই ধরনের কথা বলার কী অর্থ, আমি বুঝতে পারছি না। যদি বলতেই হয়, তা হলে আগে বলল না কেন? এখন এ সব বলার পিছনে কোনও উদ্দেশ্যে আছে কি না, সেটা বুঝতে পারছি না। তবে এই ধরনের মন্তব্য একেবারেই অনুচিত।’’

Arbaaz Khan Sshura Khan Shura Khan Giorgia Andriani Malaika Arora
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy