Advertisement
১৬ জুলাই ২০২৪
Atif Aslam

মঞ্চে গাইছেন আতিফ আসলাম, তাঁর মুখেই টাকা ছুড়ে মারলেন এক অনুরাগী, পাল্টা কী করলেন গায়ক?

খ্যাতির বিড়ম্বনায় আতিফ আসলাম। আমেরিকায় কনসার্টে গিয়ে হেনস্থার শিকার হতে হল গায়ককে।

গায়ক আতিফ আসলাম।

গায়ক আতিফ আসলাম। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১২:৫৬
Share: Save:

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ভারতেও এক সময় প্রচুর গান গেয়েছেন। এ দেশে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। দুই প্রতিবেশী রাষ্ট্র ছাড়াও নিজের প্রতিভা ও যোগ্যতার জোরে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি। তবে এ বার যেন খ্যাতির খেসারত দিতে হল আতিফকে। আমেরিকায় এক কনসার্টে হেনস্থার শিকার হলেন গায়ক। মঞ্চে গাইছেন আতিফ। তাঁকে লক্ষ্য করে মুখে ছুড়ে মারা হল মুঠো মুঠো টাকা।

মঞ্চে পারফর্ম করাকালীন সময়ে হেনস্থার শিকার হতে হয়েছে বহু সঙ্গীতশিল্পীকেই। সাম্প্রতিক সময়ে অরিজিৎ সিংহ থেকে মার্কিন গায়িকা কার্ডি বি কিংবা নিক জোনাসের সঙ্গে এমন নানা ঘটনা ঘটেছে। চলতি বছরে অরিজিতের কনসার্ট চলাকালীন তাঁর হাত ধরে টানাহেঁচড়া করেন এক অনুরাগী। চোট লাগে অরিজিতের। মার্কিন গায়িকা কার্ডি বিকে পানীয় ছুড়ে মারা হয়। এ বার তেমনই এক কাণ্ড ঘটল আতিফের সঙ্গে। আমেরিকায় এক কনসার্টে গাইতে গিয়ে আতিফের দিকে টাকা ছুড়ে মারেন এক শ্রোতা। তবে মেজাজ হারাননি আতিফ। গান থামিয়ে গলা নামিয়ে ওই অনুরাগীর উদ্দেশে বলেন,‘‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না। এটা টাকার অসম্মান।’’

সমাজমাধ্যমে নিমেষে ছড়িয়ে পড়ে আতিফ আসলামের এই ভিডিয়ো। গায়কের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘‘আতিফ প্রকৃতই ভদ্রলোক’’, কারও মতে, ‘‘আতিফ দৃঢ়চেতা’’। কেউ কেউ আবার গায়কের দিকে টাকা ছোড়ার সমালোচনাও করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atif Aslam Bollywood Singer Bollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE