অভিনেত্রী মধুবনী গোস্বামীকে নিয়ে বিতর্কের শেষ নেই। কিছু দিন আগে শাঁখা-পলা নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিস্তর সমালোচনা হয়েছিল। আবার দর্শকের কটাক্ষের মুখে মধুবনী। সম্প্রতি স্বামী অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে একটি ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, “টাকা দিয়ে কারও রোয়াব আমি সহ্য করি না।” তার পর থেকেই একের পর এক নেতিবাচক মন্তব্যের ভিড়।
মধুবনীর এই পোস্ট নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ছবি: সংগৃহীত।
কয়েক দিন আগে অভিনেত্রী লেখেন, “প্রত্যেক স্তরের মানুষকে সম্মান করি। সবার সঙ্গে হেসে কথা বলি, এবং সব্বাইকে সম্মান দিয়ে কথা বলি। কিন্তু কেউ যদি অযাচিতভাবে, দুটো কথা শুনিয়ে দেয়, তার কপাল যদি ভাল থাকে, অবিলম্বে সেই স্থান বর্জন করি, আর যদি কপাল খারাপ থাকে, তা হলে তার জায়গাটা ঠিক কোথায়, তাকে বুঝিয়ে দিয়ে, সম্পর্কে ইতি টানি।”
আরও পড়ুন:
ব্যস, মধুবনীর এই লেখা পড়েই বিরক্ত হয়েছে দর্শকের একাংশ। এক জন লিখেছেন, “সমগোত্রীয় শব্দটার মধ্যে লুকিয়ে আছে অহঙ্কার।” অনেকে তো তাঁকে ‘ব্লক’ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। যদিও কারও মন্তব্যের কোনও উত্তর দেননি মধুবনী। তিনি আগেও জানিয়েছেন, কারও কথায় গুরুত্ব দিতে রাজি নন তিনি। কিছু দিন আগে ‘চিরসখা’ ধারাবাহিকে এক আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল মধুবনীকে। সেই কাজ শেষ। আপাতত নিজের ব্যাগের ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী।