জোড়া ভুরু, সারল্যে মাখা সেই চেহারা আজও হিন্দি ধারাবাহিকের দর্শকদের চোখে লেগে। কিন্তু ‘বালিকা বধূ’-র আনন্দী এখন কেবল অবিকা গোর। ২০০৮ থেকে ২০১০ অবধি তিনি ছিলেন ‘বালিকা বধূ’। তার আগে ২০০৮ সালে ‘রাজকুমার আরিয়ান’-এ তিনি রাজকুমারি ভৈরবীর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেন। সেই অবিকা এখন কেমন দেখতে? বদলে ফেলেছেন নিজের ভোল। চেনা দায় সেই ছোট্ট মেয়েকে।
ছোটবেলায় নিজের শরীরের প্রতি যত্ন নিতেন না অবিকা। বিভিন্ন ধরনের রাস্তার খাবার পেলে তাঁর জিভে জল আসত। এক দিন নিজেকে আয়নায় দেখে কেঁদে ফেলেন তিনি। মনে হয়, ওজন বেড়ে যাওয়ায় তিনি নাচও করতে পারছেন না। নিজের শরীরকে যত্ন দেওয়ার কথা মাথায় আসে তাঁর। তার পরেই শুরু হয় কঠিন শরীরচর্চা।