Advertisement
E-Paper

‘বাবিলের খারাপ দিন’, কান্নায় ভেঙে পড়েছিলেন! অবশেষে জানা গেল কী হয়েছে ইরফান-পুত্রের?

সহযোগী দলের পক্ষ থেকে বলা হয়েছে, বাবিলের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। বাবিলের মা, অর্থাৎ সুতপা সিকদার সেই বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৮:০১
Babil Khan’s team issued a statement on the viral video

বাবিলের সহযোগী দল থেকে দেওয়া হল বিবৃতি। ছবি: সংগৃহীত।

বাবিল খানকে নিয়ে চিন্তায় তাঁর অনুরাগীরা। ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন ইরফান খানের পুত্র। বলিউডের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ উগরে দেন তিনি। কয়েক জন তারকার নামও উল্লেখ করেন। এই ভিডিয়ো পোস্ট করার কিছু ক্ষণের মধ্যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নিষ্ক্রিয় করে দেন বাবিল। তার পরেই অভিনেতার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁকে নিয়ে। কী হয়েছে বাবিলের? প্রশ্ন উঠতে থাকে। অবশেষে বাবিলের সহযোগী দলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হল।

সহযোগী দলের পক্ষ থেকে বলা হয়েছে, বাবিলের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। বাবিলের মা, অর্থাৎ সুতপা সিকদার সেই বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। বিবৃতিতে লেখা, “শেষ কয়েক বছরে বাবিল ওঁর কাজের জন্য অনেক ভালবাসা ও উৎসাহ পেয়েছে। কাজের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্যও অনেক ভালবাসা পেয়েছে। অন্যদের মতোই, ওঁরও তো একটা খারাপ দিন থাকতে পারে। আজকের দিনটাও তেমনই।”

উদ্বিগ্ন অনুরাগীদের জন্য বলা হয়, “ওঁর শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, বাবিল নিরাপদে রয়েছেন এবং এখন আগের চেয়ে ভাল বোধ করছেন। তবে ওঁর ভিডিয়োবার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। অন্য প্রসঙ্গে ওই বার্তার অর্থ খোঁজা হয়েছে।” ভিডিয়োতে অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, অর্জুন কপূর, এমনকি অরিজিৎ সিংহের নামও উল্লেখ করেছেন অভিনেতা। অনুরাগীদের অনুমান ছিল, বলিউডের বৈষম্য ও ভেদাভেদের কথা তুলে ধরতে চেয়েছেন বাবিল। কিন্তু বিবৃতিতে বলা হয়েছে, “বাবিল ওঁর সমসাময়িক অভিনেতাদের কৃতজ্ঞতা জানাতে চেয়েছেন, ভারতীয় ছবির অগ্রগতিতে তাঁদের অর্থবহ যোগদান রয়েছে। অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, অরিজিৎ সিংহ, অর্জুন কপূরদের নাম তিনি প্রশংসা করার জন্য উল্লেখ করেছেন।”

Babil Khan irrfan khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy