Advertisement
E-Paper

বক্স অফিস কোটি টাকায় কাঁপাচ্ছে ‘কান্তারা ১’! পাল্লা দিতে এই মাসে প্রতিযোগিতার ময়দানে ‘বাহুবলী’?

অক্টোবরে মুক্তি পাচ্ছে আরও বেশ কিছু ছবি। এই মাসের ভাঁড়ারে রয়েছে প্রেমের ছবি থেকে শুরু করে ভৌতিক ছবিও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২০:০২
এ বার ‘কান্তারা’র মুখোমুখি ‘বাহুবলী’!

এ বার ‘কান্তারা’র মুখোমুখি ‘বাহুবলী’! ছবি: সংগৃহীত।

বক্স অফিসে ঝড় তুলেছে ‘কান্তারা ১’। মুক্তির এক সপ্তাহেই নজির গড়ছে ঋষভ শেট্টি অভিনীত এই ছবি। অক্টোবরে মুক্তি পাচ্ছে আরও বেশ কিছু ছবি। এই মাসের ভাঁড়ারে রয়েছে প্রেমের ছবি থেকে শুরু করে ভৌতিক ছবিও। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বরুণ ধবন, জাহ্নবী কপূর অভিনীত ছবি ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’। হাসি ও প্রেমের মিশেলে এই ছবিও সাড়া ফেলেছে। কিন্তু ‘কান্তারা’র জনপ্রিয়তায় সেই ছবির রেশ চাপা পড়েছে বেশ কিছুটা। দেখে নেওয়া যাক আর কোন কোন ছবি এই মাসে মুক্তি পাবে।

১) বাহুবলী- দ্য এপিক: এই ছবি দুই ভাগে দেখেছেন দর্শক। একসময় বক্স অফিসে আলোড়ন ফেলেছিল দু’টি ছবিই। ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এসএস রাজামৌলী পরিচালিত এই ছবি। দু’টি ভাগ একসঙ্গে মুক্তি পাচ্ছে। তাই এই ছবির সময়সীমা পাঁচ ঘণ্টা। ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত ছবি।

২) থামা: আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা ও নওয়াজ়উদ্দিন সিদ্দিকী অভিনীত এই হরর-কমেডি ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহ ঘনীভূত করেছে রশ্মিকার আইটেম নাচ। এই ছবিতে আয়ুষ্মান ও রশ্মিকা দু’জনেই ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করছেন। আদিত্য সরপোতদার পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২১ অক্টোবর।

৩) এক দিওয়ানে কী দিওয়ানিয়ত: এই ছবিটিও মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। তবে ‘থামা’র সঙ্গে বক্স অফিসে এই ছবি টক্কর দেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ‘থামা’ হরর-কমেডি। অন্য দিকে হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়া অভিনীত এই ছবি নিখাদ প্রেমের গল্প নিয়ে তৈরি।

৪) দ্য তাজ স্টোরি: শুধুই প্রেম বা ভূতুড়ে ছবি নয়। এই মাসেই মুক্তি পাবে এই ‘কোর্টরুম ড্রামা’। তাজমহলের নির্মাণকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এই ছবিতে তুলে ধরা হবে। ছবিতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, শিশির শর্মা প্রমুখ। ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি।

৫) ডাইজ় ইরাই: মলয়ালম ছবি সারা দেশেই সাড়া ফেলছে গত কয়েক বছরে। বিশেষ করে ভৌতিক ও থ্রিলার ছবির ক্ষেত্রে মলয়ালম ছবি প্রশংসিত হচ্ছে। এই মাসেও রয়েছে এমনই একটি ছবি। ছবির ঝলক সাড়া ফেলেছে। প্রণব মোহনলাল অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে ৩১ অক্টোবর।

Kantara 1 Bahubali Box office Collection
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy