কয়েক মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনায় জল ঢেলেছিলেন তাঁরা নিজেই। গোবিন্দ-পত্নী সুনীতা অহুজা জানিয়েছিলেন, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই তাঁদের আলাদা করার। এ বার স্ত্রীর সেই দাবিকেই আরও এক বার সত্য প্রমাণ করলেন সুনীতা।
করবা চৌথে স্ত্রীকে বড় সোনার হার উপহার দিলেন গোবিন্দ। সেই বিরাট হারের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সুনীতা। গোবিন্দ-পত্নী এই হার পেয়ে বেজায় খুশি। তাই সমাজমাধ্যমে গোবিন্দের ছবির গানই ক্যাপশনে জুড়ে দিয়েছেন তিনি। গানটি হল— ‘সোনা কিতনা সোনা হ্যায়’।
আরও পড়ুন:
পরনে গাঢ় সবুজ রঙের চুড়িদার। টেনে বাঁধা চুল। আর গলায় বড় থাক থাক সোনার হার। ছবির সঙ্গে সুনীতা লিখেছেন, “আমার করবা চৌথের উপহার এসে গিয়েছে।” এই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই ছবি দেখে নেটাগরিকের দাবি, গোবিন্দ ও সুনীতার জুটি সেরা জুটি। এক নেটাগরিক লিখেছেন, “একেই বলে ভালবাসা। এ যেন সোনার গলায় সোনার হার। অপূর্ব লাগছে।” অনেকে আবার এই হারের ওজন কত হতে পারে, সেই হিসাব কষতেও শুরু করে দিয়েছেন। এক নেটাগরিকের বক্তব্য, “এই হার ৯০ ভরির তো হবেই। বিচ্ছেদের জল্পনা উড়িয়ে ওঁরা দেখিয়ে দিয়েছেন, ভালবাসা কাকে বলে।”
গণেশচতুর্থীতে স্বামী ও স্ত্রী প্রকাশ্যে এসে জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সব ঠিক আছে। ৩৮ বছরের দাম্পত্যজীবন গোবিন্দ ও সুনীতার। শোনা গিয়েছিল, ২০২৪-এর ডিসেম্বরে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। গোবিন্দের বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন তিনি। কিন্তু এই সব খবর উড়িয়ে দিয়ে সুনীতা সেই দিন বলেছিলেন, “আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা তো কত ঘনিষ্ঠ ভাবেই ক্যামেরার সামনে এলাম। আমাদের মধ্যে কিছু হয়ে থাকলে, আমরা কি এই ভাবে আসতাম!”