জ়ুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা। কী ভাবে লাইফ জ্যাকেট ছাড়া জ়ুবিনকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন উঠেছে তাঁর দিকে। এ বার জানা গেল, মৃত্যুর আগের রাতে নাকি জ়ুবিনকে ঘুমোতে ও বিশ্রামও নিতে দেননি সিদ্ধার্থ।
জ়ুবিনের ব্যান্ডের সদস্য পার্থপ্রতিম গোস্বামীর অভিযোগের তিরও জ়ুবিনের আপ্তসহায়কের দিকেই। সিদ্ধার্থ ছাড়াও ব্যান্ডের আরও এক সদস্য শেখরজ্যোতি গোস্বামীর দিকেও আঙুল তুলেছেন পার্থপ্রতিম। জ়ুবিনের মৃগীর অসুস্থতা ছিল। তা সত্ত্বেও কী ভাবে তাঁকে সারা রাত মদ্যপান করতে দেওয়া হল এবং পরের দিন সকালে ওই অবস্থায় তাঁকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন পার্থপ্রতিম।
পার্থপ্রতিমের দাবি, সিদ্ধার্থ ও শেখরজ্যোতিই সেই রাতে জ়ুবিনকে ঘুমোতে দেননি। পরের দিন সকালে নিজেদের আমোদের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জ়ুবিনকে। এই কারণে সিদ্ধার্থ ও শেখরজ্যোতিকে তিনি কোনও দিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন।
আরও পড়ুন:
পার্থপ্রতিম বলেছেন, “এই গাফিলতির দায় বর্তায় সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উপরেই। তোমরা দু'জন জ়ুবিনের সঙ্গে ছায়ার মতো থাকতে। তোমরা জানত জ়ুবিনের অসুখের কথা। সারা রাত তাঁকে মদ্যপান করিয়ে জাগিয়ে রেখে পরের দিন সকালে তাঁকে সমুদ্রে সাঁতার কাটতে দিলে! এটা তোমরা কী ভাবে করতে পারলে?”
সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উদ্দেশে তিনি আরও বলেছেন, “তোমরা সারারাত ওঁকে ঘুমোতে দাওনি। পরের দিন সকালে জোর করে ওঁকে সমুদ্রে নিয়ে গেলে। কারণ তোমরা আমোদ করতে চেয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকব, ওদের ক্ষমা করব না।”
উল্লেখ্য, সিদ্ধার্থ ছাড়া শেখরজ্যোতি গোস্বামীকেও গ্রেফতার করেছে এসআইটি। ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহান্ত ও আর এক সঙ্গীতশিল্পী অমৃতপ্রভ মহান্তকেও গ্রেফতার করা হয়েছে।