গত বুধবার, জ়ুবিন গার্গের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছে অসম পুলিশ। গায়কের দেহের দু’বার ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট বলছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। যদিও গায়কের মৃত্যু ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য। এ বার ভুয়ো ছবি ছড়ানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
গত ২৫ সেপ্টেম্বর বিশেষ তদন্তকারী দলের আধিকারিকেরা প্রথম আটক করেন জ়ুবিনের দলের সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে। এর পর গত বুধবার সিদ্ধার্থ ও শ্যামকানুকে গ্রেফতার করা হয়। তার পরে, গত শুক্রবার শেখর জ্যোতি গোস্বামী ও গায়কের সহশিল্পী অমৃতপ্রভ মহন্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্ত শেখর জ্যোতি নতুন এক অভিযোগ করেন। তাঁর দাবি, নৌকাবিহারের সময় জ়ুবিনের মুখ থেকে ফেনা বেরোচ্ছিল। সেটা দেখেও গায়কের আপ্তসহায়ক প্রাথমিক চিকিৎসার কোনও ব্যবস্থাই করেননি! উল্টে গায়ককে ছেড়ে দিতে বলেন। তিনি আরও জানিয়েছেন, যে নৌকোয় গায়ক এবং তাঁর সঙ্গীরা উঠেছিলেন সেখানে পানীয়ের ব্যবস্থার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ। ফলে, পানীয়ে কিছু মিশিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
এতগুলো গ্রেফতারির পর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ ভ্যানে বসে হাসছেন শ্যানকানু। একই রকম ভাবে হাসিমুখের ছবির দেখা গিয়েছে সিদ্ধার্থেরও। যদিও এই ধরনের ছবি এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন সমাজমাধ্যম সাইটগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।