Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Uron Tubri

মাত্র ১০ মাসেই ইতি, শেষ হচ্ছে ‘উড়ন তুবড়ি’ সিরিয়াল! কেন এই হাল?

আবারও বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিক। কম টিআরপি-র জন্যেই কি এই পরিণতি? মোটে ১০ মাস চলেছে ‘জি বাংলা’র ‘উড়ন তুবড়ি’।

কবে ‘উড়ন তুবড়ি’-র শেষ দিনের শুটিং?

কবে ‘উড়ন তুবড়ি’-র শেষ দিনের শুটিং? ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২২:৩৮
Share: Save:

আবারও বন্ধের খবর। মাত্র সাড়ে ১০ মাসের মাথায়ই বন্ধ হচ্ছে আরও এক বাংলা ধারাবাহিক। ‘জি বাংলা’র ‘উড়ন তুবড়ি’। স্টুডিয়োপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই৷ এই তো কয়েক দিন আগেই আরও এক মেগা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তিন মাস যেতে না যেতে বন্ধ হয়ে যাচ্ছে ‘মাধবীলতা’ও। এ বার সেই তালিকায় যুক্ত হল ‘জি বাংলা’র এই ধারাবাহিকও।

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় তুবড়ি অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁর কথায়, ‘‘হ্যাঁ, শুনেছি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কবে শেষ দিনের শুটিং কবে, তা তো বলতে পারব না।’’

একের পর ধারাবাহিক নিমেষে শেষ হয়ে যাচ্ছে৷ আসছে নতুন জুটি, নতুন গল্প। নেপথ্যে কি শুধুই টিআরপি-র ওঠা পড়া? নাকি রয়েছে আরও কোনও সমস্যা? অনেক সময়ই দর্শকের কোনও কোনও গল্প মনে ধরে না। সেটা টিআরপি-তে ধরা পড়ে। তবে কখনও কখনও বাধা হয়ে দাঁড়ায় নানা প্রযোজনা সংস্থা বা চ্যানেলের অন্য সমস্যাও। এ ক্ষেত্রে অবশ্য কোন কারণ, তা এখনও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uron Tubri Bengali Serial Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE