Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Apu Biswas-Shakib Khan

শাকিবের সঙ্গে কথা বললেই থাপ্পড়! বিয়ের আগে অপু বিশ্বাসের মা সহ্য করতে পারতেন না নায়ককে

অপু বিশ্বাস এবং শাকিব খান— বাংলাদেশের জনপ্রিয় নায়ক এবং নায়িকা। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও হয়েছে বিপুল চর্চা। নায়কের সঙ্গে প্রেম পর্বের কঠিন দিনগুলিতে ফিরে গেলেন অপু।

Apu Biswas opens up about her marriage

অপু বিশ্বাস এবং শাকিব খানের প্রেম পর্বের গোপন তথ্য ফাঁস। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১৯:৫১
Share: Save:

শাকিব খান এবং অপু বিশ্বাস— ও পার বাংলার দুই বিখ্যাত অভিনেতা। বেশ অনেক দিন হয়ে গেল নিজেদের মাঝের যাবতীয় ব্যক্তিগত সম্পর্ক শেষ করে দিয়েছেন তাঁরা। তবু ছেলে আব্রাম খান জয়ের জন্য মাঝেমাঝে যোগাযোগ করেন একে অপরকে। তাঁদের প্রেম থেকে গোপনে বিয়ে কম চর্চা হয়নি। দীর্ঘ দিন প্রেম পর্বের পর ২০০৮ সালে গোপনে বিয়ে সারেন তাঁরা। ২০১৬তে জন্ম হয় জয়ের। অপুর সঙ্গে শাকিবের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন নায়িকার মা। এত দিন এই বিষয় নিয়ে কখনও মুখ খোলেননি অপু। কয়েক দিন আগে সে কথা প্রকাশ্যে আনলেন নায়িকা।

শাকিবের সঙ্গে অপুর মেলামেশা মোটে পছন্দ ছিল তাঁর মায়ের। পুরনো দিনের গোপন কথাগুলো এ বার প্রকাশ্যে বলে ফেললেন অপু। বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মা এক সময় শাকিবের সঙ্গে কথা বলতে দিত না। সেটেও সব সময় মা বসে থাকত। শাকিবের সঙ্গে অতিরিক্ত কথা বললে আমাকে থাপ্পড়ও মেরেছে মা।” নায়কের সঙ্গে সম্পর্ক তিনি যে মোটে ভাল চোখে দেখেননি, সে কথাই জানান অপু। শুধু তা-ই নয়, শাকিবকে হুমকিও দিয়েছিলেন। অপু বলেন, “শাকিবকে মা বলেছিল, তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে করো। তার পর ঘুরো। আমি ভালবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দু’জনের মত থাকলে আমাদের সমস্যা নেই।” ২০১৮ সালে আইনি বিচ্ছেদ হয় অপু আর শাকিবের। আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, “এখন মনে হয় ছোট বয়সে বিয়ে না করলে ঠিক করতাম।” শাকিবের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ভুল বলেই মনে করেন অপু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE