Advertisement
E-Paper

‘ভাঙা দাঁতের মিষ্টি হাসি’ মন কেড়েছে মেহজ়াবীনের! পরিণতি পেল বাংলাদেশি নায়িকার ১৩ বছরের প্রেম

মাস কয়েক আগে রণবীর কপূরের সঙ্গে নিজস্বীবন্দি হন বাংলাদেশের অভিনেত্রী মেহজ়াবীন চৌধুরী। এ বার বিয়ে করতে চলেছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১
দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেহজ়াবীন চৌধুরী।

দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেহজ়াবীন চৌধুরী। ছবি: সংগৃহীত।

তেরো বছর আগে দেখা হয়েছিল মাত্র ১৫ মিনিটের জন্য। তার পর থেকে আর ছাড়াছাড়ি হয়নি, বাঁধা পড়ে গিয়েছে মন। আর এ বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক যুগল।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজ়াবীন চৌধুরী, নাটকের চর্চিত মুখ। সে দেশের প্রায় বেশির ভাগ নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে বাস্তব জীবনে কোনও অভিনেতা নয়, মেহজ়াবীন এ বার জুটি বাঁধতে চলেছেন এক পরিচালকের সঙ্গে। নাম আদনান আল রাজীব। সোমবার ঢাকার অদূরে একটি রিসর্টে বসছে বিয়ের আসর। এ দিন দুপুর ২টো নাগাদ ইনস্টাগ্রামে বিয়ের ছবি ভাগ করে নেন অভিনেত্রী নিজে। সঙ্গে লেখেন দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে প্রথম দেখার কথা। ২০১২ সালে প্রথম দেখা ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে। রাস্তার ও পার থেকেই চোখাচোখি। কথা হয়েছিল ১৫ মিনিটের জন্য, করমর্দনের জন্যই স্পর্শ পেয়েছিল হাত। তার পর সে ছেলে চলে যায়, নিয়ে যায় মেহজ়াবীনের মন। সে দিন থেকেই অভিনেত্রী জানতেন, এই সেই মানুষ। ১৩ বছর পর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে অনেকটা বড় হয়ে গিয়েছেন দু’জনেই— এমনই মনে করেন অভিনেত্রী। পাশে আছেন পরস্পর। গত ১৪ ফেব্রুয়ারি সই-সাবুদ সেরে ফেলেছেন যুগল। সোমবার সারলেন রীতি মেনে বিবাহ অনুষ্ঠান।

বিয়ের ছবি প্রকাশ করা নিয়ে ছিল মেহজ়াবীনের কড়াকড়ি। বলিউড তারকাদের বিয়ের ছবি প্রকাশ নিয়ে কড়াকড়ি থাকে। নব দম্পতির আগে যাতে কোনও ভাবেই আমন্ত্রিত অতিথিরা ছবি প্রকাশ না করতে পারেন, সে জন্য কোনও কোনও তারকার বিয়েতে ফোন জমা নিয়ে নেওয়ার নজিরও রয়েছে। মেহজ়াবীন ততটা কড়া হননি। তবু বার বার নাকি মাইকে ছবি না তোলারই অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।

দীর্ঘ দিন সম্পর্কে থাকলেও কখনওই আনুষ্ঠানিক ঘোষণা করেননি মেহজ়াবীন-আদনান। তবে ইন্ডাস্ট্রির অন্দরে তাঁদের সম্পর্ক ছিল খোলা খাতার মতো। অবশেষে বিয়ে করছেন তাঁরা। রবিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে গায়ে হলুদের অনুষ্ঠান। ওই সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেন্দির অনুষ্ঠান।

Mehazabien Chowdhury Bangladeshi Actress Dhallywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy