তিনি বলিউডের। বাংলাও তাঁকে পেয়েছে। কখনও শক্তি সামন্তের দ্বিভাষী বাংলা ছবি ‘অনুসন্ধান’-এ। কখনও সত্যজিৎ রায়ের হিন্দি ছবি ‘শতরঞ্জ কে খিলাড়ি’তে কণ্ঠ দিয়েছেন। ঋতুপর্ণ ঘোষের ইংরেজি ছবি ‘দ্য লাস্ট লিয়র’-এ অভিনয়ও করেছেন। বাংলাদেশ এখনও অমিতাভ বচ্চনকে পায়নি। শাকিব খান কি সেই অসম্ভবও সম্ভব করতে চলেছেন?
আগামী ইদে বাংলাদেশের তারকা-অভিনেতার ছবি ‘প্রিন্স’-এর কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। ছবিতে কলকাতা, বাংলাদেশ মিলিয়ে একাধিক তারকা-অভিনেতা অভিনয় করবেন, জানিয়েছিলেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ। খবর, টিম ‘প্রিন্স’ সদ্য বলিউড উড়ে গিয়েছিল। তারা দেখা করে বলিউডের ‘শাহেনশা’র সঙ্গে। ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহক— তিন জনের সঙ্গেই কথা বলেছেন তিনি। আগামী ছবির পাশাপাশি বাংলাদেশের ছবি নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা।
অমিতাভ বচ্চনের সঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ, চিত্রগ্রাহক অমিত রায়। ছবি: সংগৃহীত।
শাকিবের ‘প্রিন্স’ কি অমিতাভ বচ্চনকে বাংলাদেশি দর্শকদের উপহার দিতে চলেছে?
প্রশ্ন ছিল পরিচালকের কাছে। আবু হায়াত মাহমুদ বিষয়টি খোলসা করেছেন। আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিতা রায়। তাঁর একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছেন অমিতাভ স্যর। অমিতের সূত্রে ওঁর সঙ্গে যোগাযোগ। আমরা দেখা করি বর্ষীয়ান অভিনেতার সঙ্গে।” কথা বলতে গিয়ে দেখেন, অমিতাভ বাংলাদেশের ছবি সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল! ফলে, কথা বলতে কোনও অসুবিধা হয়নি তাঁদের।
পরিচালকের দাবি, “শাকিব খানের ছবি দেখেছেন। ওঁর কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও বেশ আগ্রহ তাঁর। তবে আমাদের ছবিতে কাজের কথা হয়নি।” ‘প্রিন্স’ ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় না করলেও, পরিচালকের কথা হয়েছে আর এক জনপ্রিয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে। তাঁকে কি তা হলে দেখা যেতে পারে? “সময় আসুক, সব জানতে পারবেন”, মৃদু হেসে বলেছেন ‘প্রিন্স’-এর পরিচালক।