আর মাত্র দু’টো বল। তার পরই হাফ সেঞ্চুরি করে ফেলবেন তিনি। অর্থাত্ বাপ্পি লাহিড়ি।
আর দু’বল অর্থাত্ আরও দু’টো বছর। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক।
এই বছরই মিউজিক কেরিয়ারের ৪৮ বছর পূর্ণ করলেন বাপ্পি লাহিড়ি। এটা রেকর্ড বলেই দাবি করলেন বাপ্পি স্বয়ং। কম্পোজার হিসেবে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। তাঁর গায়কী সত্তাও দর্শকদের পছন্দের।