Advertisement
২৮ ফেব্রুয়ারি ২০২৪
Arjun Kapoor

‘আমার হও’, ৪৯তম জন্মদিনে প্রেয়সী মালাইকার সঙ্গে আয়নায় অর্জুন, প্রতিবিম্বে গাঢ় প্রেম

আয়নার প্রতিবিম্বে তাঁদের গাঢ় প্রেমের রং ঠিকরে পড়ছে। অনুরাগীরাও জানেন, ৩৭ বছরের অর্জুনের জীবনে সবটুকু জায়গা জুড়ে রয়েছেন মালাইকা। জন্মদিনে প্রেয়সীকে উষ্ণ শুভেচ্ছা অভিনেতার।

জন্মদিনে প্রেয়সীকে উষ্ণ শুভেচ্ছা অর্জুনের

জন্মদিনে প্রেয়সীকে উষ্ণ শুভেচ্ছা অর্জুনের -ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৫:৫৩
Share: Save:

আর কিছু নয়, শুধু এ ভাবেই ভালবেসে যেতে চান। শুভ দিনে তাই আরও এক বার প্রেম নিবেদন। দেখতে দেখতে ৪৯ বছরে পা দিলেন ‘ছঁইয়া ছঁইয়া’ অভিনেত্রী মালাইকা অরোরা। রবিবার প্রেয়সীকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে ছবি পোস্ট করলেন অর্জুন কপূর। ছবিতে আয়নার সামনে বসে মালাইকা। তাঁকে পিছন থেকে জড়িয়ে অর্জুন। দু’জনেরই পরনে রাজবেশ। আয়নার প্রতিবিম্বে তাঁদের গাঢ় প্রেমের রং ঠিকরে পড়ছে। অনুরাগীরাও জানেন, ৩৭ বছরের অভিনেতার জীবনে সবটুকু জায়গা জুড়ে রয়েছেন মালাইকা। তাঁরা যা কিছু করেন, একসঙ্গে।

জন্মদিনে মালাইকাকে শুভেচ্ছা জানিয়ে অর্জুন লিখেছেন, “এমনই থেকো, নিজের মতো। খুশি থেকো আমার অর্ধেক হৃদয়, আমার হও।” সঙ্গে হৃদয় এঁকে জানিয়েছেন, “আমি শুধু তোমার।”

সেই পোস্টের নীচে ভালবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরা। বলিউড সতীর্থরাও শুভেচ্ছা জানিয়েছেন মালাইকাকে। “কী অপূর্ব প্রেম!” বলছেন সকলে।

২০১৯ সাল থেকে সম্পর্কে আছেন মালাইকা আর অর্জুন। আনুষ্ঠানিক ভাবে সম্পর্ককে সিলমোহর দেননি এখনও। আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ হওয়ার কিছু সময় পর থেকেই জুটিকে একসঙ্গে দেখা যায়। ১২ বছরের বয়সের ব্যবধান সত্ত্বেও দু'টিতে জীবন উপভোগ করেন অবাধে। তবে সব সময়ে গায়ে গায়ে লেপ্টে থাকেন, এমনও নয়। কর্মজীবনের ব্যস্ততার মাঝে ঝরঝরে বন্ধুত্ব ধরে রেখেছেন তাঁরা। কিছু দিন আগেই অর্জুনের অনুরোধে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছেন দু’জনে। অর্জুন জানান, তাঁর বহু দিনের সাধ পূর্ণ হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE