Advertisement
E-Paper

জুনিয়র ডাক্তারদের আন্দোলন কি ঠিক? মুখ খুললেন মিমি

এ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার মুখ খুললেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ তথা নায়িকা মিমি চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০১৯ ১৬:৩১
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

গত কয়েক দিন ধরে চিকিত্সকদের কর্মবিরতি রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে। শুধু রাজ্যেই নয়, জাতীয় স্তরে চিকিত্সকরা আন্দোলনে নেমেছেন। গণ ইস্তফা দিয়েছেন বহু চিকিত্সক। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকলেও সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা। এ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার মুখ খুললেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ তথা নায়িকা মিমি চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় শনিবার মিমি বলেন, ‘‘পেটের সমস্যা এব‌ং ১০৩ জ্বর নিয়ে গতকাল বিকেলে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আজ আমার একটা ফ্লাইট আছে। অনেক দূর যাব। সেটা বাতিল করতে হবে ভেবে প্যানিকও হচ্ছিল। প্রায় সব আশা যখন ছেড়ে দিয়েছি তখন ডাক্তারই আমাকে ঠিক ওষুধ এবং খাবার দিয়ে সুস্থ করেছেন। ফলে ট্রিপ ক্যানসেল করতে হয়নি। আমাদের সমাজে একটা ব্যালেন্স রয়েছে। প্রত্যেকেই প্রত্যেকের ওপর নির্ভরশীল। খুব তাড়াতাড়ি হয়তো অন্ধকার থেকে আলোর পথে যাব আমরা।’’

নিরাপত্তার দাবিতে আন্দোলনরত চিকিত্সকদের তিনি সমর্থন করছেন কি না, তা অবশ্য স্পষ্ট করে জানাননি মিমি। এ দিন শহর ছেড়ে কোথায় যাবেন, তা-ও স্পষ্ট করেননি।

আরও পড়ুন, আহত জুনিয়র চিকিৎসক পরিবহকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও মত পাল্টালেন মমতা!

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী সপ্তাহে বোদরুমে গাঁটছড়া বাঁধছেন মিমির প্রিয় বন্ধু নুসরত জাহান। সেখানেই যাওয়ার কথা মিমির। ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন নিখিল জৈন এবং নুসরত। মিমি এ দিন সেখানেই যাওয়ার কথা লিখেছেন কি না, তাও স্পষ্ট নয়।

আরও পড়ুন, ‘অসত্ উদ্দেশ্যে ডাক্তার আন্দোলনে বাইরের লোক’, বহিরাগত বিতর্কে এ বার শান্তনু সেন

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

Mimi Chakraborty Bengal Doctors Strike NRS Hospital Junior doctor মিমি চক্রবর্তী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy