Advertisement
E-Paper

প্রেম দিবসে সম্পর্কে সিলমোহর! অলিভিয়া কি প্রেম করছেন? উত্তর দিলেন অভিনেত্রী

নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। অন্তত সমাজমাধ্যমে পোস্ট করা ছবি সে রকমই ইঙ্গিত দিচ্ছে। কী বললেন অভিনেত্রী?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১
image of Alivia Sarkar

অভিনেত্রী অলিভিয়া সরকার। ছবি: সংগৃহীত।

প্রেম দিবসে টলিপাড়ার যুগলেরা একসঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। আবার কেউ কেউ নতুন সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন। যেমন অভিনেত্রী অলিভিয়া সরকার।

শুক্রবার সমাজমাধ্যমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন অলিভিয়া। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর হাতে গোলাপের তোড়া। ছবির সঙ্গে অলিভিয়া লিখেছেন, ‘‘ও শুধু বলেছে, ‘এমনি’।’’ এই ছবি দেখার পর থেকেই অনুরাগীদের প্রশ্ন, তা হলে কি অভিনেত্রী প্রেম করছেন? অভিনেত্রী অবশ্য কোনও বাড়তি তথ্য জানাতে নারাজ। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে অলিভিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন, তাঁর সঙ্গে একজনের সখ্য তৈরি হয়েছে। অলিভিয়া বললেন, ‘‘প্রেম করছি কি না জানি না। তবে আগের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে আমি এমন একজন সঙ্গীর সন্ধানে ছিলাম, যার সঙ্গে জীবন কাটাতে পারব।’’

Bengali actress Alivia Sarkar hinted that she is in a relationship

অলিভিয়ার পোস্ট করা ছবি। ছবি: ইনস্টাগ্রাম।

অলিভিয়ার বিশেষ সঙ্গীটির পরিচয় কী? তিনি কি টলিপাড়ারই কেউ? না, প্রশ্নের উত্তর দিতে নারাজ অভিনেত্রী। বললেন, ‘‘আমি এখনই এই প্রসঙ্গে আর কথা বলতে চাইছি না।’’ তবে টলিপাড়ার অন্য একটি সূত্রের দাবি, অলিভিয়া সম্প্রতি সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলে কেউ কেউ জানে। তবে প্রেম দিবসে অভিনেত্রীর ইঙ্গিতকে তাঁর নতুন সম্পর্কের সিলমোহর হিসেবেই ধরে নিয়েছেন টলিপাড়া এবং অনুরাগীদের একাংশ। উল্লেখ্য, পরে ছবিটি সমাজমাধ্যম থেকে মুছে দেন অভিনেত্রী। এই মুহূর্তে ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অলিভিয়া। অভিনেত্রী তাঁর বিশেষ সঙ্গীর পরিচয় কবে প্রকাশ্যে আনেন, সে দিকে নজর থাকবে।

Alivia Sarkar Bengali Actress Love Relationship Relationship Goals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy