সাতসকালে পিকাডিলি সার্কাসের মাথায় জাদুর খেলা!
নিজে দেখেছেন। দেখিয়েছেন বাকি সকলকেও। লেন্সবন্দি করে। ভাগ করে নিয়েছেন সেই উত্তেজনা। হওয়ারই কথা! বাঙালি মেয়ে কাজ করছেন হলিউডি সিরিজে। সেই ছবি মুক্তির স্বাদই যে আলাদা!
প্রিয়াঙ্কা বসু। তাঁকে আমজনতা চেনে অন্য রূপে। ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসা এক সাহসী মেয়ে বলে। সৌজন্যে এক গয়না সংস্থার বিজ্ঞাপন। তার পর? সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে যে হতে পারে, তা যেন সকলের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি।
সে গল্প আর শুধু বিজ্ঞাপন হয়ে থেকে যায়নি। এমনই তাঁর অভিনয়ের ছটা!
ছবির দর্শকের কাছে অবশ্য প্রিয়াঙ্কা ‘গঙ্গোর’। মহাশ্বেতা দেবীর কাহিনি অবলম্বনে ইতালীয় পরিচালক ইতালো স্পিনেলির ছবির কেন্দ্রে থাকা এক আদিবাসী নারী। অস্কারের দৌড়ে থাকা ২০১৬-র ছবি ‘লায়ন’-এও আবার দেখা যায় তাঁকে।
সেই মেয়েই এ বার আমাজন প্রাইম ভিডিয়োর নতুন ইংরেজি ওয়েব সিরিজে। আমেরিকান উপন্যাস অবলম্বনে হলিউডি নির্মাণ। পরিচালক জার্মান। অভিনেতা-কলাকুশলীর সিংহভাগ বিদেশি। আন্তর্জাতিক পরিসরে সেই দলেই জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। সঙ্গে আর এক বঙ্গনারী ললিতা চক্রবর্তী।
গত ১৯ নভেম্বর আমাজনে মুক্তি পেয়েছে ‘দ্য হুইল অব টাইম’। একই নামে রবার্ট জর্ডনের লেখা কল্পকাহিনি নির্ভর এই সিরিজ শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দু। কারণ, পরিচালক ইউটা ব্রিসেউইৎজ-সহ কলাকুশলীরা প্রত্যেকেই মহিলা। আয়েস সেদাই অর্থাৎ জাদুবিদ্যায় পারদর্শী মহিলাদের এক সম্প্রদায়ের পাঁচ কন্যের দুনিয়া ঘুরে নানা কাণ্ডকারখানার গল্প। তাতে মূল চরিত্রদের অন্যতম ‘আলান্না মোসভানি’র ভূমিকায় প্রিয়াঙ্কা। আর একটি পার্শ্বচরিত্র ‘মারিন আল'ভেরে’-এর ভূমিকায় রয়েছেন ললিতা। আপাতত ওটিটিতে তিন পর্ব দেখা গিয়েছে। ইংরেজি-র পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু সংস্করণের এই সিরিজের বাকি পর্বগুলি আসবে ধারাবাহিক ভাবে।