‘কেয়া পাতার নৌকো’ থেকে ‘জগদ্ধাত্রী’—একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন সত্যম মজুমদার। কিন্তু দুর্গাপুজো কাটতেই কপালে চিন্তার ভাঁজ অভিনেতার। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও ছোটপর্দার পরিচিত মুখ তিনি। অথচ হাতে কাজ নেই। তাই বাধ্য হয়ে কী সিদ্ধান্ত নিলেন অভিনেতা?
কাঁধে ঋণের বোঝা, সংসার খরচ—আক্ষেপের সুর সত্যমের কণ্ঠে। অভিনেতা বললেন, “ছেলে সবে চাকরিতে ঢুকেছে। ওর উপর আর কত চাপ দেব? মাসে ১৪ হাজার টাকা করে বাড়ির লোন দিতে হয়। তার পর সংসারের খরচ, বিদ্যুতের বিল, সবই তো রয়েছে। বাধ্য হয়ে ফেসবুকে লিখলাম কাজ চাই। মাসে তিন-চার দিন কাজ করে কি খরচা তোলা সম্ভব! জানি না। সমাধানের উপায় আমার জানা নেই।”
প্রথমে বেলঘরিয়ায় থাকতেন সত্যম। এখন বাড়ি কিনে টালিগঞ্জের দিকে থাকেন। আড়াই বছর একটানা ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু গল্পের জন্য তাঁর চরিত্রের প্রয়োজনীয়তা হারিয়েছে। অভিনেতা বললেন, “আমি মঞ্চের মানুষ। এখনও তা চালিয়ে যাচ্ছি। একটাই আক্ষেপ, মঞ্চে অভিনয়ের মাধ্যমে যদি ভাত-ডাল জোটাতে পারতাম তা হলে অন্য মাধ্যমের উপর ভরসা করতে হত না।” অনেকের সঙ্গেই যোগাযোগ করেছেন সত্যম। কিন্তু এখনও সুরাহা হয়নি তাঁর। কাজের অপেক্ষায় দিন গুনছেন অভিনেতা।