অগস্ট মাসেই ঘরে আসবে নতুন সদস্য। এই মুহূর্তগুলি পরতে পরতে উপভোগ করছেন অভিনেত্রী অহনা দত্ত। মাত্র ২১ বছর বয়সেই বড় দায়িত্ব নিতে চলেছেন। প্রথমে একটু ভয় পেয়েছিলেন বটে, তবে এখন আর সে ভাবে দায়িত্ব নিয়ে চিন্তা করছেন না অভিনেত্রী। এই মুহূর্তগুলি নিজের মতো আনন্দ করে কাটাতে চান।
আনন্দবাজার ডট কমকে অহনা জানিয়েছিলেন, এই মুহূর্তে ধারাবাহিকে অভিনয় না করলেও তিনি বিভিন্ন মঞ্চানুষ্ঠান করতে যাচ্ছেন। দর্শকের সঙ্গে কথা বলতেও তাঁর ভাল লাগছে। তাই প্রতি দিনের শুটিং-এ বিরতি দিলেও তিনি মাচা অনুষ্ঠান করতে সব সময় আগ্রহী। সম্প্রতি অহনার এমনই একটি অনুষ্ঠানের মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে অহনার উপস্থিতিতে উত্তেজিত দর্শক। ছোট পর্দার মিশকার জনপ্রিয়তা এখনও তুঙ্গে। তাই তাঁকে এক ঝলক দেখার উন্মাদনাও বিপুল।
সম্প্রতি অহনার ভাইরাল ভিডিয়োয় এমনই উন্মাদনা চোখে পড়ল। শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলেন অহনা। উত্তরীয় দিয়ে তাঁকে সম্মাননা জানানো হয়। হালকা ছাই রঙের শাড়ি সেই সঙ্গে মানানসই লাল ব্লাউজে সেজেছিলেন অহনা। অভিনেত্রীকে দেখা গেল ‘ডাকাতিয়া’ গানে পা মেলাতে। স্ফীতোদর নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। দিব্যি গানের তালে নাচতে দেখা গেল অহনাকে।
এ প্রসঙ্গেই আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, “কোনও অসুবিধা হচ্ছে না। আমি দিব্যি অনুষ্ঠান করছি। ভাল লাগছে। কোনও শারীরিক অসুবিধা নেই। আমার চিকিৎসক বলেছেন যেন একেবারে ঘরে বসে না থাকি।” মাত্র ২১ বছরে অভিনেত্রীর মা হওয়া নিয়ে অনেকে প্রশ্ন উঠেছিল। তবে নায়িকার দাবি, এটাই সঠিক বয়স মা হওয়ার।