‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় নায়িকা হিসাবে আগমন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর। তার পরে একের পর এক কাহিনিতে কাজ করেছেন তিনি। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে শিঞ্জিনীর পরিচয় দুঁদে খলনায়িকা হিসাবে। ‘চিরসখা’ ধারাবাহিকেও দুষ্টু চরিত্রেই দেখা যাচ্ছে তাঁকে। এমনকি পার্শ্বচরিত্রেও অভিনয় করছেন তিনি। মুখ্যচরিত্রে অভিনয়ের বদলে কেন এই পরিবর্তন? সুযোগের অভাব নাকি নিজের সিদ্ধান্ত?
সুযোগের অভাব, এ কথা কোনও ভাবেই মানতে রাজি নন শিঞ্জিনী। অভিনেত্রীর কথায়, তিনি যে শিল্পী হতে পারবেন সেটাই কখনও ভাবেননি। বালির মেয়ে শিঞ্জিনী। সেখান থেকে টালিগঞ্জের যাত্রা সহজ ছিল না। তাই একের পর এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি খুশি।
অভিনেত্রী বললেন, “বরাবরই ভাল চরিত্রে অভিনয় করতে চেয়েছি। তা নায়িকা হোক, খলনায়িকা হোক কিংবা পার্শ্বচরিত্র। এখানে আর কোনও প্রশ্নই ওঠে না। আর তা ছাড়া কোনও দিন ভাবতেই পারিনি শিল্পী হব। সেই সুযোগ এসেছে।” অনেক সময় অভিনেত্রীদের বলতে শোনা যায়, ছোটপর্দায় কেউ এক ধরনের অভিনয় শুরু করলে, তাঁর কাছে সেই ধরনের চরিত্রই আসতে থাকে। তবে শিঞ্জিনীর ক্ষেত্রে কোনও একঘেয়েমি তৈরি হয়নি। তিনি যোগ করেন, “সবে কাজ শুরু করেছি। এখনই একঘেয়েমি আসবে! আমার এমন কোনও অনুভূতি তৈরিই হয়নি। বরং আমি খুশি।” ছোটপর্দায় এখন তিনি বর্ষা। স্বতন্ত্র আর কমলিনীর দাম্পত্যের মাঝে ঝড় তুলেছে সে। সেই দৃশ্যই দেখানো হচ্ছে কাহিনিতে। আগামিদিনে অভিনেত্রী আর কী কী করেন, সেটাই দেখার।