মা হবেন ভারতী সিংহ। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে ভিডিয়ো বানিয়ে সুখবর দিলেন কৌতুকশিল্পী। হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে চার বছরের দাম্পত্যের পরে একটি প্রাণের জন্ম দেবেন তিনি। আগামী বছরের এপ্রিল মাসে দু’জনের পরিবার পরিণত হবে তিন জনের সংসারে।
ভারতী তাঁর ইউটিউব চ্যানেলে সেই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োয় ভারতীকে গর্ভাবস্থা পরীক্ষা করতে দেখা যাচ্ছে। ইতিবাচক ফলাফল আসতেই পঞ্জাবি ঢঙে আনন্দে নাচতে থাকেন কৌতুকশিল্পী। ভিডিয়োর উপরে বড় বড় করে লেখা, ‘হম মা বন্নে ওয়ালে হ্যাঁয়।’