গত ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতী সিংহ। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এ বার সদ্যোজাতের নাম প্রকাশ্যে আনলেন কৌতুকশিল্পী।
ভারতীর জ্যেষ্ঠপুত্রের নাম লক্ষ্য। ডাক নাম গোলা। তার জন্ম হয়েছিল ২০২২ সালের ৩ এপ্রিল। গত ১৯ ডিসেম্বর দ্বিতিয় সন্তানের জন্ম হয়। বুধবার পরিবারের একটি ছবি ভাগ করে নেন ভারতী। ছবিতে কৌতুকশিল্পীর সঙ্গে রয়েছেন তাঁর স্বামী হর্ষ, বড়ছেলে লক্ষ্য ও সদ্যোজাত। যদিও ছবিতে ছোটছেলের মুখ ঢেকে দিয়েছেন ভারতী। ছোটছেলের নাম রেখেছেন যশবীর।
ভারতীর ভাগ করে নেওয়া ছবি দেখে অনুরাগীদের অনুমান, নামকরণের জন্য তাঁরা কোনও অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ভারতী পরেছিলেন একটি লাল রঙের জমকালো সালোয়ার কামিজ়। হর্ষ, লক্ষ্য ও ছোট্ট যশবীরের পরনে হালকা আকাশি রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। ছবির পিছনেও দেখা যাচ্ছে একটি পুজোর আবহ। ভারতী ও হর্ষকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন:
ভারতী এ বার কন্যাসন্তানের প্রত্যাশা করেছিলেন। তবে এ বারও তাঁর কোলে আসে পুত্রসন্তান। আনন্দের আবহেও মনখারাপ ছিল তাঁর। এই বার সন্তানধারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে।
‘ওয়াটার ব্রেক’ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছিল ভারতীকে। অথচ তাঁর আগের রাতেই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা ভাবছিলেন। ভারতী বলেছিলেন, “সারা রাতই খুব অস্বস্তি হচ্ছিল আমার। সকালে উঠেই আমি চমকে যাই। সারা শরীর কাঁপছিল। জামাকাপড়, বিছানার চাদর সব ভিজে গিয়েছিল। দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলাম।” সন্তান জন্মের পরেও আতঙ্ক কাটছিল না ভারতীর। সদ্যোজাতকে বেশ কিছু ক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অবশেষে ভারতী ও তাঁর স্বামী হর্ষ তাঁদের নবজাতককে নিয়ে বা়ড়ি ফিরেছিলেন।