২০১৭ সালে পরিচালক হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন ভারতী সিংহ। চলতি বছরের শুরুতেই ভারতী জানিয়েছিলেন, তাঁদের সন্তানকে পৃথিবীতে আনার পরিকল্পনা করছেন তাঁরা। কিন্তু অতিমারির প্রকোপে শুভ কাজে দেরি হচ্ছে বলেও জানিয়েছিলেন মুম্বইয়ের জনপ্রিয় কৌতুকশিল্পী। তবে করোনা ভাইরাস ছাড়াও তাঁর মাতৃত্বের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্য একটি বিষয়। সম্প্রতি সে কথাই জানালেন ভারতী।
‘ডান্স দিওয়ানে’-র সেটে ভারতীর সঙ্গে আড্ডায় মেতেছিলেন পাপারাৎজিরা। নিজের ভ্যানিটি ভ্যানের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এমন সময়ে এক পাপারাৎজির প্রশ্ন, ‘‘কবে মামা হব!’’ প্রশ্ন শুনে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন ভারতী। কিন্তু পরক্ষণেই নিজের প্রতিভার ঝলক দেখালেন তিনি। মজার ছলে উত্তর দিয়ে হাসির রোল তুললেন সেই ভিড়ে।