Advertisement
E-Paper

মাথায় উকুন, মুম্বইয়ের মলিন বস্তিতে থাকছেন ১০ হাজার কোটির মালিক ভূষণ কুমারের স্ত্রী দিব্যা, এমন দশা কেন?

দিব্যা চর্চায় এসেছেন তাঁর রূপ ও বিলাসবহুল জীবনের কারণে। আচমকা প্রাসাদোপম বাড়ি ছেড়ে বস্তিতে উঠলেন কেন প্রযোজক ভূষণকুমারের স্ত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭
Bhushan Kumar wife Divya khosla kumar stayed in a slum for 20 days, got lice in her hair

দিব্যার এমন দুর্দশা হল কী ভাবে? ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা টি সিরিজ়-এর মালিক ভূষণ কুমার। প্রায় ১০ হাজার কোটি টাকার মালিক। তাঁর স্ত্রী দিব্যা খোলসা। একদা বলিউডের অসফল অভিনেত্রী। তবে ভূষণ কুমারকে বিয়ে করে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন। বিয়ের পরে অভিনয় থেকে ধীরে ধীরে প্রযোজনায় পা রাখেন দিব্যা। মুম্বইয়ে একটি প্রতিষ্ঠান থেকে সিনেম্যাটোগ্রাফি নিয়ে তিনি কোর্স করেন। টি সিরিজ়ের হয়ে মিউজ়িক ভিডিয়ো পরিচালনা করতে থাকেন তিনি। প্রায় ২০টি মিউজ়িক ভিডিয়োর পরিচালনা করেছেন। তবে দিব্যা চর্চায় এসেছেন তাঁর রূপ ও বিলাসবহুল জীবনের কারণে। আচমকা প্রাসাদোপম বাড়ি ছেড়ে বস্তিতে উঠলেন কেন?

এমনিতেই মুম্বইয়ের বস্তিগুলোয় তিল ধারণের জায়গা নেই। বিলাসবহুল বাড়ি ছেড়ে সেই অপরিচ্ছন্ন নোংরা বস্তিতে সেখানকার বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে কয়েক দিন ধরে থাকছেন দিব্যা। তাঁদের ঘরে গিয়ে চা খাচ্ছেন। এমনিতে দিব্যার প্রাত্যহিক খাওয়াদাওয়ার খরচ বিপুল! সেখানে কী ভাবে ওখানে সাধারণের মাঝে অতি সাধারণ খাবার খাচ্ছেন, তা নিয়ে কৌতূহলী অনেকে। এমন পরিবেশে থাকতে থাকতে তাঁর মাথায় নাকি উকুনও বাসা বেঁধেছে।

তা হলে কি তাঁর সংসারে অশান্তি! সেই কারণে বাড়ি ছেড়ে এমন পরিবেশে মিশে গিয়েছেন তিনি! না, তেমন কিছুই নয়। দিব্যা তাঁর আগামী ছবি ‘চতুর নার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে বস্তির মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। সে কারণে সেই চরিত্রটিতে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে একেবারে সেখানে গিয়ে থাকতে শুরু করেছেন।

দিব্যা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘বস্তিতে থেকেছি টানা ২০ দিন, একটা নালার পাশে শুতাম। প্রথম প্রথম সেখানকার পরিবেশে একটা বাজে গন্ধ আছে, সেটা প্রথম প্রথম খুব নাকে লাগত। পরে অবশ্য অভ্যস্ত হয়ে যাই। সেখানে দেখেছি, মহিলারা একে অপরের মাথার উকুন বাছেন। আমার মাথাতেও উকুন হয়ে যায়।’’ এত কষ্ট করেছেন শুধুমাত্র একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে!

Divya Khosla Kumar Bollywood Actor Bollywood Gossip Bhushan Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy