পিস্তা ধকড়।
টেলিভিশন মহলে শোকের ছায়া। ‘বিগ বস ১৪’-র ট্যালেন্ট ম্যানেজার মাত্র ২৪ বছরের পিস্তা ধকড় প্রয়াত। সলমন খানের সঙ্গে ‘উইকেন্ড কা বার’ শ্যুটিং শেষের পর শুক্রবার রাতে তাঁর সহকারীকে নিয়ে নিজের স্কুটিতে ফিরছিলেন পিস্তা। রাতের অন্ধকারে কুয়াশার জন্য ঠিক মতো দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় পিছলে যায় পিস্তার স্কুটি এবং পিছন থেকে একটি ভ্যানিটি ভ্যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। সেই মুহূর্তেই মৃত্যু হয় তাঁর।
‘এন্ডেমল শাইন ইন্ডিয়া’ প্রযোজনা সংস্থার কর্মী ছিলেন পিস্তা। ‘বিগ বস’ ছাড়াও ‘খতরোঁ কে খিলাড়ি’তেও কাজ করেছিলেন তিনি। পিস্তার মৃত্যুতে অভিনেত্রী যুবিকা চৌধুরী ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, পিস্তা যুবিকার পরিবারের সঙ্গে উৎসবে মেতেছেন। এ ছাড়াও ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী অসীম রিয়াজ এবং হিমাংশি খুরানা টুইটারের মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
মাত্র ২৪ বছর বয়সে পিস্তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
আরও পড়ুন: টাকা না দিলে ‘ধ্বংস’ করার হুমকি, টুইটারে বিস্ফোরক বিকাশ
আরও পড়ুন: রাজভবনে আনন্দবাজার ডিজিটালের অনুষ্ঠান ‘বছরের বেস্ট’, দেখুন ছবি