Advertisement
২০ এপ্রিল ২০২৪

বলিউডে অভিনয় বিক্রমের

খবর দিলেন সংযুক্তা বসু তালবাদ্য শিল্পী হিসেবেই তাঁর খ্যাতি, যশ, প্রতিপত্তি… কোনও দিনই ভাবেননি অভিনয় করবেন। তা সত্ত্বেও বারবারই সিনেমার পর্দা এসে ধরতে চেয়েছে তাঁর অভিনয়।

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০০:০৩
Share: Save:

তালবাদ্য শিল্পী হিসেবেই তাঁর খ্যাতি, যশ, প্রতিপত্তি…

কোনও দিনই ভাবেননি অভিনয় করবেন। তা সত্ত্বেও বারবারই সিনেমার পর্দা এসে ধরতে চেয়েছে তাঁর অভিনয়।

সেই কারণেই ‘হঠাৎ নীরার জন্য’ আর ‘এক মুঠো ছবি’র বারো বছর পর আবার তিনি বড় পর্দায়।

এ বারে হিন্দি ছবি।

‘জল’ ছবির পরিচালক গিরীশ মালিক পরিচালিত ‘ব্যান্ড অব মহারাজাস’ ছবিতে দেখা যাবে বিক্রম ঘোষকে এক বড় মাপের পার্কাশনিস্টের ভূমিকায়। ছবিতে অন্যান্য শিল্পীদের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিংহ।

তা হঠাৎ এত দিন পরে কেন অভিনয়ে? বিক্রম বলছেন, ‘‘ছোটবেলা থেকে তবলা এবং অন্যান্য তালবাদ্য বাজানোর মধ্যেই ঈশ্বরকে খুঁজে পেয়েছি। সেই জন্য ঠিক করেছিলাম সিনেমার সুযোগ যতই আসুক আর অভিনয় করব না। ‘ব্যান্ড অব মহারাজাস’ করছি একটাই কারণে। এখানে আমি একজন পার্কাশনিস্ট। বাদ্যশিল্পীর রোলে অভিনয় করার সুযোগ পাচ্ছি, সেইজন্যই রাজি হয়ে গেলাম। এ ছবিতে আমি অনেকটা আমার মতোই।’’

ছবির সঙ্গীত পরিচালনাও করছেন বিক্রম। এই ছবিতে সঙ্গীত দেশকালের সীমা পার করে মানুষে মানুষে সম্পর্ক তৈরির কথা বলবে। ‘‘আমার পক্ষে সিনেমায় অভিনয় করা সম্ভব নয়। সিনেমায় অভিনয় করতে গেলে যে সময় যাবে, সেই সময়টা আমি সঙ্গীতের পেছনে দিলে লাভ আছে। ‘ব্যান্ড অব মহারাজাস’ করছি কারণ এ ছবিতে আমার শিল্পী-সত্তার একটা ডকুমেন্টেশন হবে,’’ বলছেন বিক্রম।

যা খবর, বিক্রম বাস্তবজীবনে যে সমস্ত তালবাদ্য বাজান সেই সব বাদ্যই বাজাবেন এই ছবিতে। তালবাদ্যের মধ্যে থাকছে lune তবলা, জেম্বে, দারবুকা, ফ্রেম ড্রাম।

এই প্রথম হিন্দি ছবিতে অভিনয়ের জন্য কী ভাবে বিক্রম নিজেকে প্রস্তুত করছেন? ‘‘আমার কথায় আফগানিস্তানি টান থাকবে। সেই জন্যই মধ্যপ্রাচ্যের টানে কথা বলা অভ্যেস করতে হবে,’’ বলছেন তিনি।

‘ব্যান্ড অব মহারাজাস’য়ে অভিনয় নিয়ে খুবই উচ্ছ্বসিত বিক্রম। অপেক্ষা করছেন জুলাই মাসে শ্যুটিংয়ের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bikram Ghosh Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE