Advertisement
১১ মে ২০২৪
Subramanian Swamy

Subramanian Swamy: মামলা বিজেপি সাংসদের, মুক্তির আগেই সমস্যায় অক্ষয় অভিনীত ‘রাম সেতু’

রাম সেতু নিয়ে তৈরি ছবিতে তথ্য বিকৃতির অভিযোগ। দুই ছবি নির্মাতার বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ।

 রাম সেতু ভিত্তিক দু’টি ছবি ঘিরেই অভিযোগ বিজেপি সাংসদের

রাম সেতু ভিত্তিক দু’টি ছবি ঘিরেই অভিযোগ বিজেপি সাংসদের

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১২:৩১
Share: Save:

অক্ষয় কুমার অভিনীত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘রাম সেতু’ এ বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগেই বাধ সাধলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

পুরাণে বর্ণিত ‘রাম সেতু’র তথ্য ফিল্মে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ সুব্রহ্মণ্যমের। পরিচালক অভিষেক শর্মা ও ফিল্মের সঙ্গে জড়িত অন্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার এবং আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন বিজেপি সাংসদ।জুলাইয়ের শুরুর দিকে একটি টুইটে রাম সেতু নিয়ে প্রযোজনা সংস্থাকে সতর্ক করেছিলেন স্বামী। লিখেছিলেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে রাম সেতুর মাহাত্ম্য চুরি করছেন?’

বিজেপি সাংসদের দাবি, তাঁর সঙ্গে এর পরেও কেউ যোগাযোগ না করায় রাম সেতু নিয়ে তৈরি দু’টি ছবিকেই কাঠগড়ায় তুলতে বাধ্য হলেন তিনি।সুব্রহ্মণ্যম স্বামী দু’টি ছবি নিয়েই লিখেছেন, ‘ক্ষতিপূরণ দাবি করে মামলা রুজু করেছেন আমার সহযোগী সত্য সবরওয়াল। রাম সেতু নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করার কারণে অক্ষয় কুমার-সহ ছবির কলাকুশলীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনছি।’

আর একটি টুইটে বিজেপি সাংসদ অক্ষয় কুমারের কানাডিয়ান নাগরিকত্ব নিয়েও কথা বলেছেন। তাঁর মতে, ‘অভিনেতা অক্ষয় কুমার যদি এক জন বিদেশি নাগরিক হন, তবে আমরা সেই দেশকে জানিয়ে তাঁর গ্রেফতারির ব্যবস্থা করে এখান থেকে তাড়িয়ে দিতে পারি।’

অন্য দিকে, সত্য সবরওয়াল দাবি করেছেন, রাম সেতু সম্পর্কে সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার ছবি পোস্টার হিসাবে ব্যবহার করেছে কর্মা মিডিয়া। এটি অপরাধ। ছবির পরিচালক বিশাল চতুর্বেদী অবশ্য এ নিয়ে মুখ খোলেননি।

আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলা ‘রাম সেতু’তে অক্ষয় কুমার ছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজ, নুশরত ভারুচা এবং সত্য দেব মূল ভূমিকায় অভিনয় করেছেন। চলতি বছরের ২৪ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subramanian Swamy ram setu BJP MP court case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE