Advertisement
E-Paper

সাদা পাজামা-পাঞ্জাবিতে সঙ্গমে ডুব দিলেন অক্ষয় কুমার, ঘাটে উঠতেই কী করলেন অনুরাগীরা?

এ বছর চন্দ্র, সূর্য, মঙ্গল ও বৃহস্পতির অবস্থান এক বিশেষ যোগ তৈরি করেছে। বলা হচ্ছে, এমন যোগ ১৪৪ বছর অন্তর তৈরি হয়। সেই অনুযায়ী এ বার ‘মহাকুম্ভ’ বলে আগে থেকেই প্রচার করা হয়েছে প্রশাসনের তরফে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬
Bollywood actor Akshay Kumar takes holy dip at prayagraj triveni sangam for maha kumbh 2025

সোমবার সকালেই প্রয়াগরাজে পৌঁছোন অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

প্রায় এক মাস ধরে চলা মহাকুম্ভের মেলা এ বার সমাপ্তির পথে। বুধবার শিবরাত্রির বিশেষ স্নানে যোগ দেবেন লক্ষ লক্ষ মানুষ, এমনই প্রত্যাশা। আর এই বিশেষ তিথিতেই শেষ হবে এ বারের মহাকুম্ভ। গত এক মাসে দেশ-বিদেশের হাজার তারকা এসেছেন, গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে ডুব দিয়েছেন। সকলেই মনে করেছেন এই স্নানে তাঁরা পুণ্য অর্জন করলেন। তার পর সেই বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিয়ো ছড়িয়ে দিয়েছেন সমাজমাধ্যমে। এ বার পুণ্যস্নান সারলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।

সোমবার সকালেই তিনি উত্তরপ্রদেশ পৌঁছোন। তার পর সোজা চলে যান প্রয়াগ সঙ্গমে। সাদা পাজামা-পাঞ্জাবি পরেই ডুব দেন তিন নদীর মিলনস্থলে। সে সময় ঘাটে প্রচুর মানুষের ভিড়। তার মধ্যেই জলে নামার আগে হাঁটু গেড়ে বসে প্রণাম করেন অক্ষয়। স্নানের পর ঘাটে উপস্থিত অনুরাগীদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় বলিউড তারকাকে।

কুম্ভমেলা ভারতের চারটি স্থানে অনুষ্ঠিত হয়— ইলাহাবাদ তথা প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জ্বয়িনী। প্রয়াগরাজ ও হরিদ্বারে ছ’বছর অন্তর অর্ধকুম্ভ এবং ১২ বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। নাসিক এবং উজ্জ্বয়িনীতে শুধুমাত্র ১২ বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। এ বছর চন্দ্র, সূর্য, মঙ্গল ও বৃহস্পতির অবস্থান এক বিশেষ যোগ তৈরি করেছে। বলা হচ্ছে, এমন যোগ ১৪৪ বছর অন্তর তৈরি হয়। এই যোগে আয়োজিত কুম্ভকে বলা হয় ‘মহাকুম্ভ’। এ বার ‘মহাকুম্ভ’ বলে আগে থেকেই প্রচার করা হয়েছে প্রশাসনের তরফে। এই মহাকুম্ভমেলায় কোটি কোটি সাধারণ মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন বলিউড তারকারাও। অক্ষয়ের আগে অনুপম খের, ভিকি কৌশলদের দেখা গিয়েছে এই স্নান-উৎসবে। বাংলা থেকে অনেক তারকাও গিয়েছেন প্রয়াগসঙ্গমে। সেই তালিকায় ছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক কাঞ্চন মল্লিকও।

Akshay Kumar Holy bath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy