Advertisement
০৫ মে ২০২৪
Bollywood

বাবা অথবা মায়ের কার্বন কপি এই তারকারা

বলিউডের কিছু তারকা এবং স্টারকিড রয়েছেন, যাঁদের বিখ্যাত বাবা-মায়ের কার্বন কপি বলে চালিয়ে দেওয়া যায়। ঠিক কতটা মিল তাঁদের চেহারায়, দেখে নিন এক ঝলকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ১৫:২৯
Share: Save:
০১ ১৪
বাবা-মায়ের সঙ্গে সন্তানের  চেহারায় মিল থাকাটাই স্বাভাবিক। কিন্তু বলিউডের কিছু তারকা এবং স্টারকিড রয়েছেন, যাঁদের বিখ্যাত বাবা-মায়ের কার্বন কপি বলে চালিয়ে দেওয়া যায়। ঠিক কতটা মিল তাঁদের চেহারায়, দেখে নিন এক ঝলকে।

বাবা-মায়ের সঙ্গে সন্তানের চেহারায় মিল থাকাটাই স্বাভাবিক। কিন্তু বলিউডের কিছু তারকা এবং স্টারকিড রয়েছেন, যাঁদের বিখ্যাত বাবা-মায়ের কার্বন কপি বলে চালিয়ে দেওয়া যায়। ঠিক কতটা মিল তাঁদের চেহারায়, দেখে নিন এক ঝলকে।

০২ ১৪
আলিয়া ভট্ট-সোনি রাজদান: তিনি যে মায়ের কার্বন কপি, তা নিজেই মেনেছেন আলিয়া ভট্ট। কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি। তাতে অল্পবয়সী সোনি রাজদান এবং এখনকার আলিয়ার মধ্যে মিল খুঁজে পেয়েছেন অনেকেই।

আলিয়া ভট্ট-সোনি রাজদান: তিনি যে মায়ের কার্বন কপি, তা নিজেই মেনেছেন আলিয়া ভট্ট। কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি। তাতে অল্পবয়সী সোনি রাজদান এবং এখনকার আলিয়ার মধ্যে মিল খুঁজে পেয়েছেন অনেকেই।

০৩ ১৪
রণবীর কপূর-নীতু সিংহ: কপূর পরিবারের সন্তান তিনি। বাবা-ঠাকুরদা সবাই অভিনেতা। তবে রণবীর বরাবরই ‘মাম্মা’জ বয়’। মা নীতু সিংহের সঙ্গে তাঁর চেহারায়ও মিল রয়েছে।

রণবীর কপূর-নীতু সিংহ: কপূর পরিবারের সন্তান তিনি। বাবা-ঠাকুরদা সবাই অভিনেতা। তবে রণবীর বরাবরই ‘মাম্মা’জ বয়’। মা নীতু সিংহের সঙ্গে তাঁর চেহারায়ও মিল রয়েছে।

০৪ ১৪
করিশ্মা কপূর-ববিতা: ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের সময় মেকওভার করে নিজেকে আপাদমস্তক বদলে ফেলেন করিশ্মা কপূর। কিন্তু তার আগে পর্যন্ত তাঁর সাজগোজ, পোশাক, চোখের চাহনি, সবকিছুর সঙ্গেই ববিতার মিল খুঁজে পেতেন ভক্তরা।

করিশ্মা কপূর-ববিতা: ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের সময় মেকওভার করে নিজেকে আপাদমস্তক বদলে ফেলেন করিশ্মা কপূর। কিন্তু তার আগে পর্যন্ত তাঁর সাজগোজ, পোশাক, চোখের চাহনি, সবকিছুর সঙ্গেই ববিতার মিল খুঁজে পেতেন ভক্তরা।

০৫ ১৪
সারা আলি খান-অমৃতা সিংহ: মা অমৃতা সিংহের কার্বন কপি বলা চলে সারা আলি খানকে। শুধু তাই নয়, মায়ের মতোই স্ক্রিন প্রেজেন্স তাঁর। গলার আওয়াজও প্রায় একই রকম।

সারা আলি খান-অমৃতা সিংহ: মা অমৃতা সিংহের কার্বন কপি বলা চলে সারা আলি খানকে। শুধু তাই নয়, মায়ের মতোই স্ক্রিন প্রেজেন্স তাঁর। গলার আওয়াজও প্রায় একই রকম।

০৬ ১৪
ফারহান আখতার-জাভেদ আখতার: বাবা জাভেদ আখতারের পেশা সূত্রে ফিল্মি পরিবেশেই বেড়ে ওঠা ফারহানের। শুরুতে ক্যামেরার পিছনেই কাজ করতেন। কিন্তু যখন থেকে অভিনয়ে পা রেখেছেন, তাঁর কথাবার্তা, চেহারা সবেতেই জাভেদ আখতারকে নতুন করে খুঁজে পেয়েছেন দর্শক।

ফারহান আখতার-জাভেদ আখতার: বাবা জাভেদ আখতারের পেশা সূত্রে ফিল্মি পরিবেশেই বেড়ে ওঠা ফারহানের। শুরুতে ক্যামেরার পিছনেই কাজ করতেন। কিন্তু যখন থেকে অভিনয়ে পা রেখেছেন, তাঁর কথাবার্তা, চেহারা সবেতেই জাভেদ আখতারকে নতুন করে খুঁজে পেয়েছেন দর্শক।

০৭ ১৪
সোহা আলি খান-শর্মিলা ঠাকুর:  মা শর্মিলা ঠাকুরের মতে দেখতে সোহা আলি খানকে। ‘খোয়া খোয়া চাঁদ’ ছবিতে তাঁকে দেখে রীতিমতো চমকে উঠেছিলেন দর্শক। মাথায় বলখোঁপা, চোখে মোটা কাজল, সবমিলিয়ে চোখের সামনে অল্পবয়সী শর্মিলাকেই যেন দেখতে পাচ্ছিলেন তাঁরা।

সোহা আলি খান-শর্মিলা ঠাকুর: মা শর্মিলা ঠাকুরের মতে দেখতে সোহা আলি খানকে। ‘খোয়া খোয়া চাঁদ’ ছবিতে তাঁকে দেখে রীতিমতো চমকে উঠেছিলেন দর্শক। মাথায় বলখোঁপা, চোখে মোটা কাজল, সবমিলিয়ে চোখের সামনে অল্পবয়সী শর্মিলাকেই যেন দেখতে পাচ্ছিলেন তাঁরা।

০৮ ১৪
শ্রুতি হাসন-সারিকা: ২০০৮ সালে ‘লাক’ ছবিতে তরুণী শ্রুতিকে দেখে সারিকা বলে ভুল করেছিলেন অনেকেই। তবে গত দশ বছরে শ্রুতির চেহারা অনেকটাই বদলেছে। ছুরি-কাঁচির সাহায্যে তিনি চেহারা পাল্টেছেন বলে নিন্দুকেরা যদিও দাবি করেন, শ্রুতি নিজে এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

শ্রুতি হাসন-সারিকা: ২০০৮ সালে ‘লাক’ ছবিতে তরুণী শ্রুতিকে দেখে সারিকা বলে ভুল করেছিলেন অনেকেই। তবে গত দশ বছরে শ্রুতির চেহারা অনেকটাই বদলেছে। ছুরি-কাঁচির সাহায্যে তিনি চেহারা পাল্টেছেন বলে নিন্দুকেরা যদিও দাবি করেন, শ্রুতি নিজে এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

০৯ ১৪
টাইগার শ্রফ-জ্যাকি শ্রফ: আজও স্টাইল আইকন বলে পরিচিত জ্যাকি শ্রফ। তবে ছেলে টাইগারও কম যান না। মার্শাল আর্টস এবং নাচের জন্য ইতিমধ্যেই বহু তরুণীর হৃদয় জয় করেছেন তিনি। বাবার সঙ্গে তাঁর চেহারাতেও বেশ মিল।

টাইগার শ্রফ-জ্যাকি শ্রফ: আজও স্টাইল আইকন বলে পরিচিত জ্যাকি শ্রফ। তবে ছেলে টাইগারও কম যান না। মার্শাল আর্টস এবং নাচের জন্য ইতিমধ্যেই বহু তরুণীর হৃদয় জয় করেছেন তিনি। বাবার সঙ্গে তাঁর চেহারাতেও বেশ মিল।

১০ ১৪
প্রতীক বব্বর-স্মিতা পটেল: প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন প্রতীক বব্বর। আর সেখান থেকেই মা স্মিতা পটেলের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়। তাঁকে হুবহু মায়ের মতোই দেখতে যে!

প্রতীক বব্বর-স্মিতা পটেল: প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন প্রতীক বব্বর। আর সেখান থেকেই মা স্মিতা পটেলের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়। তাঁকে হুবহু মায়ের মতোই দেখতে যে!

১১ ১৪
খুশি কপূর-শ্রীদেবী: সংবাদমাধ্যম যদিও জাহ্নবী কপূরের সঙ্গে শ্রীদেবীর তুলনা টানতে ব্যস্ত। নেটিজেনরা কিন্তু ছোট মেয়ে খুশির সঙ্গে শ্রীদেবীর বেশি মিল খুঁজে পান।

খুশি কপূর-শ্রীদেবী: সংবাদমাধ্যম যদিও জাহ্নবী কপূরের সঙ্গে শ্রীদেবীর তুলনা টানতে ব্যস্ত। নেটিজেনরা কিন্তু ছোট মেয়ে খুশির সঙ্গে শ্রীদেবীর বেশি মিল খুঁজে পান।

১২ ১৪
শ্বেতা বচ্চন-অমিতাভ বচ্চন: মেয়ে শ্বেতাকে সবচেয়ে বেশি ভালবাসেন বলে একাধিক বার জানিয়েছেন অমিতাভ। তাঁদের চেহারাতেও বেশ মিল রয়েছে।

শ্বেতা বচ্চন-অমিতাভ বচ্চন: মেয়ে শ্বেতাকে সবচেয়ে বেশি ভালবাসেন বলে একাধিক বার জানিয়েছেন অমিতাভ। তাঁদের চেহারাতেও বেশ মিল রয়েছে।

১৩ ১৪
আরহান খান-আরবাজ খান: মালাইকা আরোরা এবং আরবাজ খানের একমাত্র ছেলে আরহান। তবে কৈশোর পেরনোর পর বাবার সঙ্গেই তাঁর চেহারায় মিল আরও বেশি করে চোখে পড়ছে।

আরহান খান-আরবাজ খান: মালাইকা আরোরা এবং আরবাজ খানের একমাত্র ছেলে আরহান। তবে কৈশোর পেরনোর পর বাবার সঙ্গেই তাঁর চেহারায় মিল আরও বেশি করে চোখে পড়ছে।

১৪ ১৪
ইব্রাহিম আলি খান-সইফ আলি খান: নবাব পরিবারের বংশধর ইব্রাহিম কিন্তু বাবা সইফের মতোই। বাবার মতো চুপচাপ থাকতেও পছন্দ করেন তিনি।

ইব্রাহিম আলি খান-সইফ আলি খান: নবাব পরিবারের বংশধর ইব্রাহিম কিন্তু বাবা সইফের মতোই। বাবার মতো চুপচাপ থাকতেও পছন্দ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE