Advertisement
২৮ জানুয়ারি ২০২৩
Entertainment News

বিধ্বস্ত মুম্বই, বানভাসি বলিউডও!

ঝড় ও বৃষ্টির দাপট এতটাই মারাত্মক ছিল যে তার প্রভাব বোঝাতে ইনস্টাগ্রামে সেই মুহূর্তের একটি ভিডিও তুলে পোস্ট করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। রাস্তায় জলে গাড়ি আটকে পড়ায় সেই ভোগান্তির ভিডিও পোস্ট করেছেন অনুপম খের ও আর মাধবন

বানভাসি বলিউড। ছবি শেয়ার করলেন সেলেবরা।

বানভাসি বলিউড। ছবি শেয়ার করলেন সেলেবরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১৭:৩০
Share: Save:

ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। কয়েক দিন ধরে কার্যত বিপর্যস্ত স্বপ্ননগরী মুম্বই। আর এই বৃষ্টির জেরে মুম্বইয়ের আমজনতাই শুধু নয়, একই ভাবে সমস্যায় পড়েছেন বলিউড সেলেবরাও। সোশ্যাল মিডিয়ায় নিজেদের জল-ভোগান্তির ছবি ও ভিডিও পোস্ট করেছেন অনেকে। অমিতাভ বচ্চন, অনুপম খেররা আবার বানভাসী মুম্বইকরদের একে অপরকে সাহায্য করার প্রশংসা-টুইটও করেছেন।

Advertisement

আরও পড়ুন, ‘বিপদে পড়লে আমার বাড়িতে আসুন’, সাহায্যের হাত বাড়াল মুম্বই

আরও পড়ুন, বৃষ্টি-আতঙ্কে জড়োসড়ো মুম্বই, বন্যার বলি ৫

ঝড় ও বৃষ্টির দাপট এতটাই মারাত্মক ছিল যে তার প্রভাব বোঝাতে ইনস্টাগ্রামে সেই মুহূর্তের একটি ভিডিও তুলে পোস্ট করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

রাস্তায় জলে গাড়ি আটকে পড়ায় সেই ভোগান্তির ভিডিও পোস্ট করেছেন অনুপম খের ও আর মাধবন।

প্রায় তিন ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার ছবি পোস্ট করেছেন হুমা কুরেশি। সঙ্গে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। !! ' 😘 ' ✈️

প্রায় তিন ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার ছবি পোস্ট করেছেন হুমা কুরেশি। সঙ্গে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

পরিচালক মহেশ ভট্টও জমা জলে তাঁর গাড়ি আটকে থাকার ছবি পোস্ট করেছেন।" " ( )

অমিতাভ বচ্চন ও অনুপম খের টুইট করে মুম্বইকরদের একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রশংসা করে লিখেছেন ‘‘বিশ্বের সেরা শহর মুম্বই’’ & & 🙏

অমিতাভ বচ্চন ও অনুপম খের টুইট করে মুম্বইকরদের একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রশংসা করে লিখেছেন ‘‘বিশ্বের সেরা শহর মুম্বই’’ & & 🙏

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.