Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Virat-Anushka

গোপনে বৃন্দাবনে ‘বিরুষ্কা’, বছরের শুরুতে হঠাৎই পরিকল্পনা বদলে কী করছেন তাঁরা?

ধর্মস্থান দর্শন করে নতুন বছর শুরু করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দম্পতির বৃন্দাবন সফর ঘিরে গোপনীয়তার মোড়ক।

কারোলি বাবার আশীর্বাদ নিয়েই নতুন বছরের শুরু করলেন ‘বিরুষ্কা’ ।

কারোলি বাবার আশীর্বাদ নিয়েই নতুন বছরের শুরু করলেন ‘বিরুষ্কা’ । —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৭:৩৩
Share: Save:

সাধারণত, তাঁদের চলাফেরার সঙ্গে জড়িয়ে থাকে চরম গোপনীয়তা। তাই বুধবার বৃন্দাবনের মতো তীর্থস্থানে দেশের অন্যতম চর্চিত দম্পতি হাজির হয়েছেন, তার আঁচ পেল না কাকপক্ষীতে। ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশ্রমে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। কারোলি বাবার আশীর্বাদ নিয়েই ‘বিরুষ্কা’ নতুন বছরের সূত্রপাত করলেন।

ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশ্রমে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে।

ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশ্রমে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। ছবি:ফেসবুক।

এই সফরে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। সূত্রের খবর, বিরাট ও অনুষ্কা আশ্রমে প্রায় এক ঘণ্টা থাকেন। সমাধিস্থলে তাঁরা ধ্যান করেন। এ ছাড়াও তাঁরা আনন্দময়ী আশ্রমও দর্শন করেন। বুধবার দুপুরে বৃন্দাবনে পৌঁছনোর কথা ছিল তাঁদের। কিন্তু সকাল সকাল ‘বিরুষ্কা’ পৌঁছে যান আশ্রমে। মথুরাতে আগে থেকেই তারকা বিলাসবহুল হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

প্রসঙ্গত, নতুন বছর উদ্‌যাপন করতে বিরাট-অনুষ্কা পাড়ি দিয়েছিলেন দুবাই। সেখান থেকে বেশ কিছু ছবি তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। অনুষ্কা সম্প্রতি শেষ করেছেন ‘চাকদহ এক্সেপ্রেস’ ছবির শুটিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE