Advertisement
E-Paper

‘মন্দিরে ছবি তোলা অপছন্দ, প্রয়োজনে কালীমূর্তি ধারণ করব’, কেন এমন হুঁশিয়ারি দিলেন প্রীতি?

ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্বে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি। ব্যক্তিগত ও পেশা সংক্রান্ত প্রায় সব প্রশ্নেরই উত্তর দেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৩:৩০
Bollywood actress Preity Zinta said that she can bring out her Kali Avatar out for this reason

হঠাৎ কেন রেগে আগুন প্রীতি জ়িন্টা? ছবি: সংগৃহীত।

তারকা সন্তানদের নিয়ে ছবিশিকারিদের আগ্রহ থাকে তুঙ্গে। তৈমুর ও জেহ্ আলি খান হোক বা রাহা কপূর— তাদের গতিবিধির উপর নজর রাখা স্বভাব ছবিশিকারিদের। তাঁদের দৌলতে একরত্তিদের নানা কাণ্ড মানুষের কাছেও পৌঁছেও যায় সহজে। কিন্তু নিজের যমজ সন্তানদের কোনও ভাবেই ছবিশিকারিদের ধরাছোঁয়ার মধ্যে আনতে চান না প্রীতি জ়িন্টা। ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অনুমতি কারও নেই। প্রয়োজনে ‘কালী’র মতো রুদ্ররূপও প্রীতি ধরতে পারেন। কিন্তু কী এমন ঘটল?

ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্বে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি। ব্যক্তিগত ও পেশা সংক্রান্ত প্রায় সব প্রশ্নেরই উত্তর দেন তিনি। এক অনুরাগী প্রশ্ন করেন, “এমন কিছু বলুন, যেটা মানুষ আপনার বিষয়ে জানেন না।” এর উত্তরে প্রীতি বলেন, “মন্দিরে ছবি তোলা আমি অপছন্দ করি। তা ছাড়া, ভোরবেলা বিমানবন্দরে বা শৌচালয়ে ছবি তুলতেও আমি ভালবাসি না। এই জায়গাগুলো বাদ দিয়ে আমাকে ছবি তুলতে বলতে ভাল হয়।”

এর পরেই প্রীতি জানান, সন্তানদের ছবি তুলতে গেলে তিনি কী করবেন। অভিনেত্রীর কথায়, “আমি এমনিতে বেশ হাসিখুশি মানুষ। কিন্তু আমার বাচ্চাদের (জিয়া ও জয়) ছবি তুলতে এলে নিজের ভিতরের কালীমূর্তি বেরিয়ে আসবে। আমার অনুমতি ছাড়া তাই ভুলেও যেন ভিডিয়ো শুরু করা না হয়। খুব বিরক্তিকর বিষয়। তার চেয়ে বরং, আমাকে ভদ্র ভাবে জিজ্ঞাসা করুন ছবি তোলার আগে। তবে আমার বাচ্চাদের ছেড়ে দিন।”

২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। ২০২১ সালে ১১ নভেম্বর অভিনেত্রীর কোলে আসে যমজ সন্তান জিয়া ও জয়।

Preity Zinta Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy