Advertisement
E-Paper

‘পরনে শুধুই বাথরোব, এরা বোধহয় আমাকে ধর্ষণ করবে’, মধ্যরাতে দুষ্কৃতী হামলায় কী হয় কিম কার্দাশিয়ানের?

ধর্ষণ ও মৃত্যুভয়ে কাঁটা হয়েছিলেন আমেরিকান তারকা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন কিম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১১:৩৭
Kim Kardashian said she was terrified as some men sneaked into her hotel room in midnight

কিম কার্দাশিয়ানের হোটেলের ঘরে ঢুকে পড়েছিল দুষ্কৃতী। ছবি: সংগৃহীত।

মধ্যরাতে দুষ্কৃতীরা হানা দেয় কিম কার্দাশিয়ানের হোটেলের কক্ষে। ধর্ষণ ও মৃত্যুভয়ে কাঁটা হয়েছিলেন আমেরিকান তারকা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন কিম। ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। প্যারিসেরই হোটেলের ঘরে হঠাৎ ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতী। ঢুকেই কিমের দিকে বন্দুক তাক করেছিল তারা।

কিমের কাছ থেকে সেই রাতে ৬০ লক্ষ আমেরিকান ডলারের গয়না ছিনিয়ে নিয়েছিল তারা। সম্প্রতি প্যারিসের আদালতে ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন আমেরিকান তারকা। দুষ্কৃতীরা যে স্রেফ চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে বুঝতে পারেননি কিম।

সেই রাতে কিমের পরনে জড়ানো ছিল শুধুই একটি বাথরোব। দুষ্কৃতী ঢুকেই তাঁর মুখ বেঁধে দিয়েছিল। কিম বলেছেন, “আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। আমার মনে হয়েছিল, আজই আমার মৃত্যু হবে।”

জানা গিয়েছে, একাধিক দুষ্কৃতী ছিল। তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। প্রথমেই কিমের ঘরে ঢুকে তার হাতে হাতকড়া পরিয়েছিল। একজন দুষ্কৃতী কিমকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কানে এসেছিল অভিনেত্রীর। তখন কিমের মনে হয়েছিল, হয়তো কোনও জঙ্গিহামলার কবলে পড়েছেন তিনি। তিনি ভাবেননি প্যারিস থেকে জীবিত অবস্থায় আমেরিকায় ফিরতে পারবেন। তাই তখনই পরিবারের কথা ভেবে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন কিম।

Hollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy