Advertisement
E-Paper

মধ্যরাতে বারাণসীতে আরতি দর্শন! ‘ভিআইপি’ সুবিধা না পেয়ে কী বললেন প্রীতি জ়িন্টা?

গত কয়েক দিন ধর্মীয় স্থানে ‘ভিআইপি’ পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। প্রীতির পোস্টে উঠে এসেছে সেই মন্তব্যও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৮:৩৯
Bollywood actress Preity Zinta shared her experience of Varanasi trip with her mother

বারাণসী থেকে মাকে নিয়ে ঘুরে এলেন প্রীতি জ়িন্টা। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভে পৌঁছে গিয়েছিলেন পুণ্যের সন্ধানে। এ বার কাশী বিশ্বনাথ মন্দিরে মাকে নিয়ে গেলেন প্রীতি জ়িন্টা। মা নীলপ্রভা জ়িন্টার সঙ্গে বারাণসী ভ্রমণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই ভ্রমণ নাকি বেশ রোমহর্ষক ছিল, জানিয়েছেন নিজেই। প্রবল ভিড়ের মাঝে মায়ের সঙ্গে রিকশায় চেপেও ঘুরেছেন বারণসীতে।

গত কয়েক দিন ধর্মীয় স্থানে ‘ভিআইপি’ পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। প্রীতির পোস্টে উঠে এসেছে সেই মন্তব্যও। অভিনেত্রী লিখেছেন, “কী দারুন রোমহর্ষক ভ্রমণ করে এলাম। শিবরাত্রির জন্য মা চেয়েছিল বারাণসীতেই আমরা এই মহাকুম্ভ ভ্রমণের ইতি টানি। তাই মাকে বললাম, চলো ঘুরে আসি।”

মন্দিরের অভিজ্ঞতা নিয়ে প্রীতি লিখেছেন, “ওখানে গিয়ে দেখলাম, ভিড়ের জন্য গাড়ি চলাচলের অনুমতি নেই। এক জায়গা থেকে রাস্তা বন্ধ। পায়ে হেঁটে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেওয়া যায় যাতে, তাই এই ব্যবস্থা করা হয়েছিল। গাড়ি, অটো রিকশা, সাইকেল রিকশা, সব কিছুতে চেপেই আমরা ঘুরেছি। তার পরে ভিড়ের মধ্যে হেঁটেছিও।”

বারাণসীতে উপচে পড়া ভিড় হলেও, প্রত্যেকেই খুব ভদ্র বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, “আমার চোখে খারাপ কিছুই প়ড়েনি। মানুষজনও ভাল। সময় অনেকটা লাগলেও অসুবিধা হয়নি। চারপাশের লোকজন ও ঈশ্বরের উপর বিশ্বাসের জোরে আমরা পেরেছি সবটা।” মন্দিরে গিয়ে খুব খুশি হয়েছেন প্রীতির মা। মায়ের মুখে হাসি দেখে খুশি অভিনেত্রী। বাবা-মাকে খুশি রাখাই জীবনের সবচেয়ে বড় কাজ বলে মনে করেন তিনি।

প্রীতি তাঁদের বারাণসী ভ্রমণ নিয়ে আরও বলেন, “আমরা মধ্যরাতে পৌঁছেছিলাম। মধ্যরাতের আরতি দেখারও সৌভাগ্য হয়েছিল। যদিও কয়েক সেকেন্ডই সেই দৃশ্য দেখতে পেয়েছি, কারণ ‘ভিআইপি’ বলে বিশেষ সুবিধা ছিল না। তাতে অবশ্য কোনও অসুবিধাও হয়নি।”

Preity Zinta Maha Kumbh 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy