Advertisement
E-Paper

দুই খানের ছবিকে টেক্কা! সলমনের সুলতানকেও বড় চ্যালেঞ্জ জানাল ভিকির ‘ছাওয়া’

পরিচালক লক্ষ্মণ ইউটেকর ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা ছবি এখনও পর্যন্ত ‘ছাওয়া’। এই ছবি ভাঙতে চলেছে বেশ কিছু নজির।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৪:৩৭
VickyKaushal’s Chhaava might surpass Salman Khan starrer Sultan’s box office records

সুলতানকে ছাপিয়ে যাবে ‘ছাওয়া’? ছবি: সংগৃহীত।

বক্স অফিস জুড়ে ‘ছাওয়া’র জয়জয়কার। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি। তার পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ভিকি কৌশল অভিনীত এই ছবি। এখন চলছে পরীক্ষার মরসুম। তাই সে ভাবে ছবি মুক্তি পাচ্ছে না। কিন্তু জোরকদমে চলছে ‘ছাওয়া’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর এই ছবি নিয়ে তৈরি হয়েছিল বেশ কিছু বিতর্ক। তবে তার প্রভাব পড়েনি ব্যবসায়। মুক্তির পরে তৃতীয় সপ্তাহে এসে এই ছবির বক্স অফিস সংগ্রহ ৬০৮.৬৫ কোটি টাকা। ভারতে এই ছবি ৪৫৯.৫ কোটি টাকার ব্যবসা করেছে এখনও পর্যন্ত।

পরিচালক লক্ষ্মণ ইউটেকর ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা ছবি এখনও পর্যন্ত ‘ছাওয়া’। এই ছবি ভাঙতে চলেছে বেশ কিছু নজির। হিসাব ইঙ্গিত দিচ্ছে, এই ছবি সলমন খানের ‘সুলতান’ ছবির রেকর্ড ভেঙে দেবে। ‘সুলতান’-এর বক্স অফিস সংগ্রহ ছিল ৬১৪ কোটি টাকা। ইতিমধ্যেই আমির খানের অন্যতম সফল ছবি ‘দঙ্গল’-এর রেকর্ড ভেঙে এগিয়ে গিয়েছে এই ছবি। ‘দঙ্গল’-এর বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি টাকা।

প্রথম দিনে ‘ছাওয়া’ ব্যবসা করেছিল ৩১ কোটি টাকার। প্রথম সপ্তাহান্তে ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১১৬.৫ কোটি টাকা। প্রথম সপ্তাহে ২১৯.৫ কোটি টাকা সংগ্রহ করেছে এই ছবি। ‘ছাওয়া’র পাশাপাশি এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে ‘সুপারবয়েজ় অফ মালেগাঁও’ ও ‘ক্রেকজি়’ নামের দু’টি ছবি। তবে সেই ছবিগুলির প্রভাব পড়েনি ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবির উপর।

রশ্মিকা অভিনীত গত দুটি ছবি ‘পুষ্পা২: দ্য রুল’ ও ‘অ্যানিম্যাল’ও বক্স অফিসে আলোড়ন ফেলেছিল।

Chhaava Vicky Kaushal Salman Khan Sultan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy