অভিনয়ের পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়ে বার বার চর্চায় সলমন খান। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি কোনও সম্পর্ক। যদিও অনুরাগীদের আশা, একদিন ঠিক বিয়ে করবেন ভাইজান। তবে, বিয়ে নিয়ে নিজে আর তেমন কোনও আগ্রহ দেখান না তিনি। কিন্তু সলমনের জন্যই একাধিক যুগলের চারহাত এক হয়েছে। তেমনই এক জুটি শিবা-আকাশদীপ।
সলমনের পরামর্শেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শিবা। বলি তারকার সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেত্রীর। তাই নিজের হবু স্বামী আকাশদীপ সবিরের সঙ্গেও সলমনের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি সাক্ষাৎকারে শিবা বলেছেন, “সলমনের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল। আমি আকাশকে ওঁর কাছে নিয়ে গিয়ে বলেছিলাম, একেই আমি বিয়ে করতে চাই। খুব খুশি হয়েছিলেন সলমন।”
আকাশের সঙ্গে বেশ কিছু কাজও করেছেন সলমন। এই প্রসঙ্গে শিবা বলেছেন, “সলমন বলেছিলেন, ‘তুমি যথেষ্ট চেষ্টা করেছ। তোমার জন্য তোমার স্বামী ‘রঙ্গিলা’, ‘মিস চারশো বিশ’-এর মতো ছবি তৈরি করার চেষ্টা করেছিল তো। এ বার চুপচাপ বিয়েটা করে নাও তো’। সত্যিই সঠিক পরামর্শ দিয়েছিলেন।”
সলমনের পরামর্শ মেনে ১৯৯৬ সালে বিয়ে করেন শিবা। শুধু শিবা নয়। সলমন বহু সম্পর্ক জোড়া লাগিয়েছেন। যদিও ভাইজানের অনুরাগীদের আক্ষেপ, তারকা কি চিরকুমার হয়েই থাকবেন?
উল্লেখ্য, বর্তমানে নিজের আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী। তাই বিরতি নিয়েছিলেন শুটিং থেকে। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চলতি বছর ইদে মুক্তি পাবে এই ছবি।