Advertisement
E-Paper

সাংবাদিককে ‘আবর্জনা’ বলে কটাক্ষ পরেশ রাওয়ালের! প্রতিবাদে গর্জে উঠলেন স্বরা

সমাজমাধ্যমের একটি পোস্টে এক সাংবাদিককে ‘আবর্জনা’ বলে কটাক্ষ করেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। পরেশের সেই মন্তব্যের প্রতিবাদ করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১
Bollywood actress Swara Bhasker slams Paresh Rawal for calling a journalist trash

পরেশ রাওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত।

বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত রাখেন স্বরা ভাস্কর। প্রতিবাদ করতেও পিছপা হন না তিনি। এ বার এক সাংবাদিককে ‘আবর্জনা’ বলায় গর্জে উঠলেন অভিনেত্রী। সমাজমাধ্যমের একটি পোস্টে সেই সাংবাদিককে ‘আবর্জনা’ বলে কটাক্ষ করেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এই মন্তব্যের প্রতিবাদ করেছেন অভিনেত্রী।

একটি ভাইরাল পোস্টে এক মহিলা সাংবাদিকের সঙ্গে প্রীতি জ়িন্টার তুলনা করা হয়েছিল। পোস্টে লেখা ছিল, “এই সাংবাদিকের মতো ১০০ জন ভৃত্যকে প্রীতি জ়িন্টা নিজের বাড়িতে রাখতে পারেন।” সেই পোস্টে গিয়ে পরেশ মন্তব্য করেন, “না না, এমন আবর্জনাকে প্রীতি নিজের বাড়িতে নিযুক্ত করবেন না।” সমাজমাধ্যমে সেই সাংবাদিক একাধিক তির্যক মন্তব্যের শিকার হন। পাশে দাঁড়ান স্বরা।

পরেশ রাওয়ালের নাম না করেই অভিনেত্রী লেখেন, “যে ধরনের ঘৃণা ও হেনস্থার শিকার হচ্ছেন সাংবাদিক, তা সত্যিই লজ্জাজনক। ধর্মান্ধতা ও নারীবিদ্বেষ যে হাতে হাত রেখে চলে তা আরও এক বার প্রমাণিত।” সাংবাদিককে মাথা উঁচু রেখে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন স্বরা।

স্বরা ও পরেশ রাওয়ালের রাজনৈতিক মতাদর্শ বিপরীতমুখী। দেশের শাসকদলের বিরুদ্ধে একাধিক বার কথা বলেছেন স্বরা। অন্য দিকে, শাসকদলকে সরাসরি সমর্থন করেছেন পরেশ।

কিছু দিন আগেই ‘ছাওয়া’ ছবি নিয়ে মন্তব্য করেও বিপাকে পড়েছিলেন স্বরা। অভিনেত্রী কটাক্ষ করেছিলেন, ৫০০ বছর আগে সম্ভাজি ও হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে মানুষ ক্ষোভপ্রকাশ করতে ব্যস্ত। কিন্তু বর্তমানে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনা নিয়ে সকলেই নীরব। স্বরা তাঁর পোস্টে হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে ‘নাটকীয় ও কাল্পনিক’ শব্দবন্ধও ব্যবহার করেছিলেন। এর জেরেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তবে পরে পরিস্থিতি সামাল দিতে নিজেই বলেন, “আমার মন্তব্য ঘিরে বহু বিতর্ক ঘনিয়েছে। বড় ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। আমি অবশ্যই ছত্রপতি শিবাজি মহারাজ ও তাঁর সাহসী উত্তরাধিকারীদের এবং তাঁদের সকলের অবদানকে শ্রদ্ধা করি। এই নিয়ে আমার কোনও সন্দেহ নেই। আমি একটা কথাই বলতে চেয়েছি। আমাদের ইতিহাসকে গৌরবান্বিত করা ভাল বিষয়। কিন্তু দয়া করে বর্তমানের ব্যর্থতা ও গলদ ধামাচাপা দিতে অতীতের মাহাত্ম্যের অপব্যবহার করবেন না।”

Swara Bhasker Paresh Rawal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy