Advertisement
E-Paper

বড় পর্দা থেকে ওটিটিতে পা, কী পরিকল্পনা পরিচালক বিশাল ভরদ্বাজের?

উপন্যাসের গল্পকে পর্দায় তুলে ধরায় তাঁর জুড়ি মেলা ভার। বড় পর্দা থেকে এ বার ওটিটির জগতে পা রাখতে চলেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০০
Photograph of Vishal Bhardwaj.

রহস্য-রোমাঞ্চ নিয়ে ওটিটি পা রাখছেন বিশাল ভরদ্বাজ। ফাইল চিত্র।

‘ওমকারা’ থেকে ‘হায়দর’। ‘মকবুল’ থেকে ‘সাত খুন মাফ’। বইয়ের পাতায় লেখা কাহিনিকে দক্ষতার সঙ্গে সিনেমার পর্দায় তুলে ধরেছেন যে ক’জন বলিউড পরিচালক, বিশাল ভরদ্বাজ তাঁদের মধ্যে অন্যতম। বলিউডে অন্য ঘরানার ছবির পরিচালক হিসাবে তাঁর জুড়ি মেলা ভার। মানুষের মনস্তত্ত্বের মতো জটিল বিষয়কে সুচারু ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সফল ‘কামিনে’র পরিচালক। এত দিন বড় পর্দায় কাজ করেছেন। এ বার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন বিশাল ভরদ্বাজ। ওটিটিতে নিজের অভিষেকের জন্যও নিজের প্রিয় এক উপন্যাসকে বেছে নিয়ে পরিচালক। বিখ্যাত লেখিকা আগাথা ক্রিস্টির ‘দ্য সিটাফোর্ড মিস্ট্রি’র গল্প অবলম্বনে চিত্রনাট্য বেঁধেছেন বিশাল ভরদ্বাজ। ছবির শুটিং শুরু হওয়ার খবর সমাজমাধ্যমে প্রকাশ করল সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম।

আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজ় ‘চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি’। শুধু পরিচালক নন, সিরিজ়ের যৌথ প্রযোজনার দায়িত্বেও থাকছেন বিশাল। প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ়ের কলাকুশলীদের তালিকাও। অভিনয় করছেন ওয়ামিকা গব্বি, প্রিয়াংশু পাইন্যুলির মতো নতুন মুখ। থাকছেন নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, নীনা গুপ্ত, গুলশন গ্রোভারের মতো প্রবীণ অভিনেতারাও। আছেন বাঙালি অভিনেতা পাওলি দাম, চন্দন রায় স্যান্যাল। সোলাং ভ্যালিতে ঘটে যাওয়া কিছু রহস্যজনক ঘটনার রহস্য ফাঁসের লক্ষ্যে বেরোবে চার্লি চোপড়া। ওয়েব সিরিজ়ের কলাকুশলীদের তালিকা প্রকাশিত হলেও মুখ্য ভূমিকায় কে অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি। হিমাচল প্রদেশের একাধিক জায়গায় হবে সিরিজ়ের শুটিং। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিংয়ের কাজ। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফে ক্ল্যাপার বোর্ডের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে সেই খবর।

ওয়েব সিরিজ়ের জন্য আগাথা ক্রিস্টির উপন্যাসকেও কেন বাছলেন বিশাল? প্রশ্নে পরিচালকের উত্তর, ‘‘আগাথা ক্রিস্টির উপন্যাসের গল্প, গল্পের চরিত্র ছোটবেলা থেকেই আমার প্রিয়। ওঁর গল্প নিয়ে পাঠকদের মধ্যে উন্মাদনা আজও একই রকম।’’ নিজের প্রিয় রহস্য-লেখিকার উপন্যাস নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন বিশাল। তাঁর পাশাপাশি এই ওয়েব সিরিজ়ের প্রযোজনায় শামিল ‘আগাথা ক্রিস্টি লিমিটেড’ও।

Vishal Bhardwaj Agatha Christie Web Series OTT platform
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy