পহেলগাঁও কাণ্ডে পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানি শিল্পীরা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান একেবারেই বন্ধ। এই ঘটনার পর পাক তারকাদের ভারতে সারা জীবনের জন্য নিষিদ্ধ করার দাবি জানায়, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সম্প্রতি পাক-অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে কাজ করার কারণে দেশজুড়ে সমালোচিত হতে হয় দিলজিৎ দোসাঞ্জকে। এ বার পাকিস্তানি শিল্পীদের সঙ্গে এক মঞ্চে গাওয়ার প্রস্তাব পেতেই সিনে সংগঠনের রোষের মুখে পড়লেন গায়ক জাভেদ আলি! তার পরই কোন সিদ্ধান্তের কথা জানালেন গায়ক?
আরও পড়ুন:
অনুষ্ঠানটি হওয়ার কথা ৩১ অগস্ট মাস। ভারতীয় শিল্পীরা যেমন থাকছেন। তেমনই থাকবেন পাকিস্তানি শিল্পীরাও। মূলত গজ়ল ও সুফী সঙ্গীতের অনুষ্ঠান। সেখানেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে নাকি গাইতে ওঠার কথা জাভেদের! খবর রটতেই তাঁকে সর্তকবার্তা পাঠায় সিনে সংগঠন। যদিও এর উত্তরে জাভেদ সাফ জানান তিনি মোটেও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে গাইতে উঠছেন না। জাভেদের কথায়, ‘‘আমি উস্তাদ গোলাম আলি সাহেব, আমির গোলাম আলি এবং অন্য কোনও পাক শিল্পীর সঙ্গে গাইতে উঠছি না। আমার মনে হয় কোনও একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যদিও এটা টিকিট কেটে দেখার অনুষ্ঠান। যেখানে বিশ্বব্যাপী শিল্পীরা যোগ দেবেন। সকলের অনুষ্ঠানের জন্য আলাদা সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তবে আপনাদের চিঠির পর ‘দুবাই অপেরা’-তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। একজন শিল্পী এবং গর্বিত ভারতীয় হিসেবে আমার কাছে দেশ আগে। আর সেটাই অগ্রাধিকার থাকবে।’’