Advertisement
E-Paper

জুয়ার নেশা, ব্যবসায় লোকসান! একদা বলিউডের ‘মহানায়ক’, মৃত্যুর সময় কী হাল হয়েছিল?

১৯৫০ সালের সফল তারকা ছিলেন তিনি। কিন্তু অভিনেতার শেষ জীবন খুব একটা সুখের হয়নি। একের পর এক সফল ছবিতে অভিনয়ের পর দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি।

Bollywood\\\\\\\\\\\\\\\'s Richest Actor, Bharat Bhushan, Lost Money To Gambling, Spotted Lonely At A Bus Stop

—প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ২০:৫৮
Share
Save

১৯৫০ সালের কথা। রাজেশ খন্নারও আগে বলিউডে প্রতিপত্তি ছিল অভিনেতা ভারত ভূষণের। দিলীপ কুমারও তখন সে ভাবে দর্শক মনে জায়গা করে উঠতে পারেননি। তারও আগের কথা। সে সময় ভারত ভূষণেরই জয়জয়কার ছিল দর্শক মহলে। বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘বৈজু বাওরা’, ‘আনন্দ মঠ’, ‘মির্জা গালিব’, ‘মুড় মুড় কে না দেখ’-সহ আরও অনেক বাণিজ্যসফল ছবি। বলিউড সূত্রে খবর, সে যুগে মুম্বই চলচ্চিত্র জগতের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শেষ বয়সে খুবই আর্থিক কষ্ট পেয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের মিরাটে জন্ম এবং বেড়ে ওঠা তাঁর। আলিগড়ে পড়াশোনা শেষ করার পর মুম্বই চলে আসেন। অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি। ১৯৪১ সালে ‘চিত্রলেখা’ ছবির মাধ্যমে অভিনয় হাতেখড়ি তাঁর। তার পর অনেক সফল ছবির মুখ ছিলেন ভূষণ। কিন্তু এত সাফল্যেরও পরেও কেন দারিদ্র গ্রাস করল তাঁকে?

অভিনেতা হিসাবে সাফল্য পাওয়ার পরে ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে ছবি প্রযোজনার সিদ্ধান্ত নেন অভিনেতা। তার পর থেকেই সব সমস্যার শুরু। সেই একই সময় বলিউডে অভিষেক হয় শশী কপূর, রাজেশ খন্না, ধর্মেন্দ্রর মতো অভিনেতাদের। তখনই আরও সমস্যার সম্মুখীন হন ভারত। একের পর এক ব্যর্থ ছবি। সব টাকা খুইয়ে দেউলিয়া হয়ে যান অভিনেতা। শেষে পেট চালাতে জুনিয়র আর্টিস্ট হিসাবেও কাজ করেছেন তিনি। শুধু ব্যবসার জন্য নয়, জুয়া খেলেও অনেক টাকা নষ্ট করেছিলেন তিনি। সেই মাশুলও গুনতে হয়েছিল তাঁকে। আরবসাগর পারে বিলাসবহুল বাংলো ছেড়ে রাস্তার ধারের ছোট বাড়িতে ঠাঁই হয় তাঁর। কিছু দিন আগে অমিতাভ বচ্চন এক ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন। এক বার তাঁকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন অমিতাভ। ওই ভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যান তিনি। সাধারণ মানুষের ভিড়ে এক সময়ের মহানায়ককে ওই অবস্থায় দেখে তিনি অনুভব করেন এই পরিস্থিতি যে কোনও সময় যে কারও জীবনে আসতে পারে।

Celeb Gossip Bollywood Actor

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।