Advertisement
১০ মে ২০২৪
Entertainment News

মোদীর বায়োপিকে রতন টাটার চরিত্রে বোমান ইরানি?

সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মোদীর বায়োপিকে বোমানকে এক পরিচিত ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে। যদিও তিনি কারও নাম লেখেননি। কিন্তু বলি সূত্রে খবর, সুরেশ ওবেরয় প্রযোজিত এই ছবিতে রতন টাটার চরিত্রেই দেখা যাবে বোমানকে।

রতন টাটা এবং বোমান ইরানি (ডানদিকে)।

রতন টাটা এবং বোমান ইরানি (ডানদিকে)।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৫
Share: Save:

নরেন্দ্র মোদীর বায়োপিকে এ বার যোগ দিলেন বোমান ইরানি। মোদীর চরিত্রে অভিনয় করবেন বিবেক ওবেরয়, তা জানা গিয়েছিল আগেই। তাঁর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। এ বার শোনা যাচ্ছে, বোমানকে দেখা যাবে রতন টাটার চরিত্রে।

সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মোদীর বায়োপিকে বোমানকে এক পরিচিত ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে। যদিও তিনি কারও নাম লেখেননি। কিন্তু বলি সূত্রে খবর, সুরেশ ওবেরয় প্রযোজিত এই ছবিতে রতন টাটার চরিত্রেই দেখা যাবে বোমানকে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি চার্টার্ড বিমানের ভিতর বসে রয়েছেন বোমান। পরনে সুট। ঠোঁটের ওপর রাখা ডান হাতের একটি আঙুল। এই ভঙ্গি রতন টাটার সঙ্গে মিলে যায় বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞদের একটা বড় অংশ।

আরও পড়ুন, এটা কি মগের মুলুক? প্রশ্ন শিল্পী মহলে

প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও পরে সরে যান তিনি। তাঁর জায়গায় নেওয়া হয় বিবেক ওবেরয়কে। ওমঙ্গ কুমার পরিচালিত এই ছবির হাত ধরেই বিবেক বলিউডে কামব্যাক করতে চলেছেন বলে মত বলি মহলের।

সম্ভবত ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি পাবে এই ছবি। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ পরিচালক। এই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে গুজরাত, হিমাচল প্রদেশ এবং দিল্লিতে।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE