Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ ডিসেম্বর ২০২১ ই-পেপার

বিয়ে হচ্ছে কবে? মুখ খুললেন বনি-কৌশানি

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়
কলকাতা ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৬
খুল্লামখুল্লা প্রেমেই ভরসা রাখেন বনি ও কৌশানি।

খুল্লামখুল্লা প্রেমেই ভরসা রাখেন বনি ও কৌশানি।

করোনাকালে টলিপাড়ায় মা-বাবা হওয়ার খবরের সারিতে এ যেন এক্কেবারে অন্য চমক। আগামী ডিসেম্বরেই নাকি রেজিস্ট্রি করছেন বনি-কৌশানি। কথাটা কৌশানিকে জিজ্ঞেস করতেই চমকে উঠলেন অভিনেত্রী। বললেন, ‘‘আমি কিন্তু প্রেম, সম্পর্ক, কোনও বিষয় নিয়েই লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করব? এই তো সবে কাজ শুরু হল। এখন সেটল করছি না।’’

টলিপাড়ার খবর, ২০২১-এ বিয়ে করার কথা ছিল বনি ও কৌশানির। সেই প্রসঙ্গেই অভিনেতা বনি সেনগুপ্ত বললেন, ‘‘রেজিস্ট্রি করার কোনও প্ল্যান নেই। করোনার জন্য সব তো পিছিয়েই গেল! আমাদের বিয়েও করোনার জন্যই আরও এক বছর পিছিয়ে গেল। ২০২২-এর আগে আমি ও কৌশানি, কেউ বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।’’

পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় নতুন ছবিতে কাজ করবেন বনি। ৫ অক্টোবর শুরু হচ্ছে ছবির শুটিং। বোলপুর যাচ্ছেন বনি এই ছবির শুট করতে। এই মার্ডার মিস্ট্রির ছবিতে তাঁর সঙ্গে থাকছেন অঙ্কুশ, ঋতাভরী চক্রবর্তী এবং পালক।

Advertisementটলিপাড়ার রোম্যান্টিক জুটি বনি ও কৌশানি।

লকডাউনের গোড়ায় কৌশানির বাড়িতেই আটকে ছিলেন বনি। সেই সময় অভিনেতা কৌশানির হাতের মুর্গির নানা রান্না থেকে ডেজার্ট খেয়ে রীতিমতো উচ্ছ্বসিত। টলিউডে তাঁদের প্রেম কাহিনি জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। খুল্লামখুল্লা প্রেমেই ভরসা রাখেন দু’জন। বেশ কিছু দিন আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন টলিউডের এই রোম্যান্টিক জুটি। না, কোনও নতুন ছবির জন‍্য নয়, বরং এক খুদে অতিথির জন‍্য। বনি-কৌশানির জীবনে ‘এন্ট্রি’ নিয়েছে এক মিষ্টি অতিথি। নাম তার ‘বাহুবলী’। কৌশানি নাকি নিজেই আদর করে রেখেছেন এই নাম। ছোট্ট বাহুবলীই হল কৌশানির রাখি পার্টনার। ছোট্ট হাতে ছোট্ট রাখিও পরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, বাহুবলীর এক মাস পূর্ণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কৌশানির সঙ্গে বনি আর কৌশানির কোলে এই বাচ্চাকে দেখে সকলের মনে হয়েছিল, লকডাউনে তাঁদের বুঝি বাচ্চা হল! হাসতে হাসতে সেই কথা প্রসঙ্গে কৌশানি বললেন, ‘‘বাচ্চাটা আমার বোনের। অভিনেত্রীদের কোলে সদ্যোজাত দেখলেই মানুষ ভাবে এটা তাঁর সন্তান!’’

আরও পড়ুন: রিয়া-সারা নয়, সুশান্ত সময় কাটাতে চেয়েছিলেন এই বলি নায়িকার সঙ্গে, ফাঁস হাতেলেখা কাগজ

আরও পড়ুন

Advertisement