Advertisement
১৯ জুলাই ২০২৪
Rishi Kapoor

Rishi-Neetu: বিয়েতে এত ভিড়! বেহুঁশ হয়ে যান বর-কনে ঋষি আর নীতু, শেষে ব্র্যান্ডি খেয়ে সাতপাক

কপূর খানদানের বিয়েবাড়ি। গিজগিজ করছে লোক। তা দেখেই ভয়ে অজ্ঞান পাত্র-পাত্রী ঋষি কপূর এবং নীতু সিংহ! সে কিস্‌সা শোনালেন নীতুই।

নিজেদের বিয়েতেই ভিরমি খান নীতু আর ঋষি!

নিজেদের বিয়েতেই ভিরমি খান নীতু আর ঋষি! ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১১:৪৩
Share: Save:

কপূরদের বিয়ে বলে কথা! গোটা বলিউড, আত্মীয়-বন্ধুদের ভিড় হবে না সেখানে? তা বলে এত গিজগিজ করবে লোক! সেই দেখে নাকি ভয়ে ভিরমি খেয়েছিলেন বর-কনেই! ঋষি কপূর এবং নীতু সিংহ। চার দশক পেরিয়ে সে গল্প শোনালেন নীতু নিজেই!

রাজ কপূরের ছোট ছেলের বিয়ে। অতিথি সংখ্যা ৫ হাজার পার। পঞ্জাবিদের বিয়ে এমনিতেই গোটা পরিবার, আত্মীয়-বন্ধু মিলে মহা ধুমধাম আর হট্টগোলে ঘেরা রীতি-রেওয়াজে ঠাসা। তাতে আমন্ত্রিত প্রায় গোটা টিনসেল নগরী। সেই ভিড় দেখে চোখ কপালে উঠেছিল ঋষি-নীতুর।

সম্প্রতি নিজের ছবি 'যুগ যুগ জিয়ো'র প্রচারে গিয়ে নীতু বলেন, "ঋষিজি বেশি ভিড়ে এমনিতেই ভয় পেতেন। তাতে গোটা বিয়েবাড়িতে গিজগিজ করছে লোক। দমবন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল। আমিও ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঋষিজিও। শেষমেশ ব্র্যান্ডি খাইয়ে আমাদের সুস্থ করা হয়। সাতপাক ঘোরার সময়ে আমি তো মদে চুর!"

এখানেই শেষ নয়। মুম্বই সংবাদমাধ্যমকে নীতু জানান, অতিথি সেজে বেশ কয়েক জন পকেটমারও ঢুকে পড়েছিল বিয়েবাড়িতে। একে অত ভিড়, তাতে তাঁদের পোশাকআশাক দেখেও বোঝার জো নেই! পরে তাঁদের দেওয়া উপহারের প্যাকেট খুলে দেখা যায় ভিতরে ইট-পাটকেল ভরা!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Rishi Kapoor Neetu kapoor Bollywood Wedding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE