Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ ডিসেম্বর ২০২১ ই-পেপার

Mon Phagun: ফিরছে ছোটবেলার প্রেম, পিহু কি চিনতে পারবে তার টুবাইদাকে?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৫ জুন ২০২১ ১৩:২৮
পিহু-টুবাইদার প্রেমের গল্প বলবে ‘মন ফাগুন’।

পিহু-টুবাইদার প্রেমের গল্প বলবে ‘মন ফাগুন’।

রাজ চক্রবর্তী ‘পরিণীতা’ ছবির কথা মনে আছে? পরিচালকের সৌজন্যে ‘বাবাইদা’ আদর্শ প্রেমিক হয়ে ধরা দিয়েছিল এ কালের তরুণীদের কাছে। এ বার পরিচালক লখন ঘোষের হাত ধরে ছোট পর্দায় আসছে ‘টুবাইদা’। সৌজন্যে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মন ফাগুন’। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে প্রচার ঝলক। পিহু-টুবাইদার প্রেমের টুকরো অংশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন ৪৮ হাজার নেটাগরিক। সবার অধীর অপেক্ষা, কবে পর্দায় ফুটে উঠবে হারিয়ে যাওয়া ছেলেবেলার প্রেম কাহিনি?

দর্শকদের উৎসাহের আরও একটি কারণ আছে। সেটা টুবাইদা ওরফে ঋষিরাজ। কেন? ওই চরিত্রে আবারও ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়। যিনি ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে ‘চিকিৎসক উজান চট্টোপাধ্যায়’ রূপে তুমুল প্রেম করেছিলেন ‘হিয়া’-র সঙ্গে। উজান-হিয়ার জুটির নতুন নামকরণও হয়েছিল, ‘হিয়ান’। আজও ধারাবাহিকের এই ২ চরিত্র দর্শকদের মনের খুব কাছের।

প্রকাশ্যে আসা প্রচার ভিডিয়ো বলছে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে ‘মন ফাগুন’-এও। শৈল শহর বৃষ্টিবাড়ি-র পর্যটক-সঙ্গী পিহুর মনে জুড়ে শুধুই ‘টুবাইদা’। সেই কোন ছেলেবেলায় টুবাইদা তাকে বলেছিল, একটি সপ্তর্ষিমণ্ডলের সঙ্গে আরেকটি সপ্তর্ষিমণ্ডল জুড়ে গেলেই সব ভালবাসার মানুষ এক হয়ে যাবে। সেই অপেক্ষাতে দিন গোনে পিহু। টুবাইদাও ভুলতে পারেনি তার ছেলেবেলার প্রেম। এখন শুধুই একে অন্যকে চিনে নেওয়ার পালা।

Advertisement

পিহুর চরিত্রে অভিনয় করছেন সৃজলা গুহ। শনের বিপরীতে অভিনয়ের সুযোগ মেলায় খুবই খুশি সৃজলার বাস্তবের ‘টুবাই’দা, অভিনেতা রোহন ভট্টাচার্য। আনন্দবাজার অনলাইকে এর আগে শন জানিয়েছেন, ঋষিরাজ আরও এক বার মন জিতে নেবে দর্শকদের। লকডাউনের আগে ধারাবাহিকের এক প্রস্থ শ্যুটিং হয়েছে দার্জিলিঙে, জানিয়েছেন ধারাবাহিকের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কর্ণধার স্নিগ্ধা বসু।

আরও পড়ুন

Advertisement