‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয়ের পর তাঁকে সে ভাবে ছোটপর্দায় দেখেনি দর্শক। ‘প্লুটো’কে নিয়ে ধারাবাহিকের গল্প এগিয়েছিল অনেক দূর। দর্শকের দাবি ছিল, প্লুটোর চরিত্রকে যেন বাঁচিয়ে রাখা যায়। কিন্তু চিত্রনাট্য অনুযায়ী অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় সেই চরিত্র। নতুন ধারাবাহিকে দেখা যাবে ‘চিরসখা’র প্লুটো ওরফে পার্থ বেরাকে।
‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিকে রানির জামাইয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। পার্থ বললেন, “অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে সুযোগ এল। আমি ভীষণ উত্তেজিত নতুন কাজ নিয়ে। সোমবার থেকেই শুটিং শুরু করলাম। আশা করি, এই নতুন যাত্রাও খুব ভাল হবে।” মেদিনীপুরের ছেলে পার্থের অভিনয়যাত্রা খুব একটা মসৃণ ছিল না।
মেদিনীপুর থেকে কলকাতায় আসাই একটা বড় ব্যাপার ছিল। সেখানে, তাঁর অভিনীত চরিত্র এত আলোচিত হবে, তা তিনি ভাবতেই পারেননি। ২০২১ সালে কাজের জন্য প্রথম কলকাতায় আসা পার্থের। এর আগে মেদিনীপুরেই কলেজ শেষ করেছেন। ‘এডুকেশন’ নিয়ে স্নাতক করেছেন তিনি। পরিবারে রয়েছেন মা-বাবা, বোন। বাবার ব্যবসা আছে। অভিনয়ের প্রতি টান থেকেই কলকাতায় আসেন পার্থ। মেদিনীপুরের ছেলে বলে অনেক ধরনের কুমন্তব্যও সহ্য করতে হয়েছিল তাঁকে।