নিধি আগরওয়াল থেকে সমান্থা রুথ প্রভু— রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে একাধিক অভিনেতাকে। এ বার এমনই এক ঘটনার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। শোনালেন জন আব্রাহামের সঙ্গে ঘটা এক ঘটনার কথা। ‘আই, মী অউর ম্যাঁয়’ ছবির প্রচারের সময় কী হয়েছিল?
চিত্রাঙ্গদা আর জন গিয়েছিলেন দিল্লিতে একটি ছবির প্রচারে। একটি কলেজের অনুষ্ঠানে তাঁদের ডাকা হয়েছিল। অভিনেত্রী বলেছেন, “ছবির প্রচার করার জন্য আমাদের মঞ্চে ওঠার কথা ছিল। সেই মঞ্চে উঠেই এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রায় সবাই ঘিরে ধরে। পিছন থেকে দেখতে পাচ্ছিলাম সবাই মিলে জনকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম।”
চিত্রাঙ্গদা জানিয়েছেন, গাড়িতে উঠেও এক ভয়াবহ দৃশ্য দেখতে হয়েছিল তাঁকে। অভিনেত্রী যোগ করেন, “গাড়িতে উঠে দেখি জন নিজের জামা খুলে ফেলেছে। আর ওর সারা পিঠে আঁচড়ের দাগ। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে জনের শরীর। খুব ভয় পেয়েছিলাম।” এখন নিধি, সমান্থার ভিডিয়ো বার বার চিত্রাঙ্গদাকে মনে করাচ্ছে সেই ঘটনা।