অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেছিলেন ২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে এমনই তথ্য।
জানা যাচ্ছে, সুকেশের সহকারী পিঙ্কি ইরানি তাঁর সঙ্গে জ্যাকলিনের আলাপ করিয়ে দেন। এর পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়ো কলে কথা বলার অভিনয় করে জ্যাকলিনের কাছে নিজের সম্পর্কে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলেন তিনি। ঘনিষ্ঠতা বেড়ে ওঠার পর বিবাদে জড়িয়েছিলেন সুকেশ-জ্যাকলিন। সব কিছু মিটমাট করে দেওয়ার জন্য পিঙ্কিকে ১০ কোটি টাকাও দেন সুকেশ। এর পরেই জ্যাকলিনকে বহুমূল্য হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করেন তিনি। সেই আংটিতে জ্যাকলিন এবং সুকেশের নামে ইংরেজি বানানের আদ্যক্ষর বসানো ছিল।