তিনি বলছেন এই প্রশ্নের মাধ্যমে তিনি মানুষকে কখনই হতাশ করতে চান না, বরং তাঁর বিশ্বাস, ‘বিষ থেকেই অমৃত আসবে’।কিন্তু মানুষ বিষ মুক্ত হয়ে যেন আবার নিজেদের বিরাট কিছু ভাবতে না শুরু করেন বলে সতর্ক করেন অনুপম।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৯:৫৬
অনুপম খের।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করলেন অনুপম খের। চূড়ান্ত বাস্তববাদী কিছু কথা শেয়ার করলেন তিনি তাঁর ভক্তদের সঙ্গে। অনুপম শুরু করেন খুব সহজ চালে। প্রশ্ন রাখেন “কেমন আছেন আপনারা?বুঝতে পারছেন তো আমরা শূন্য হয়ে গেছি।আমরা তুচ্ছ! আসলে আমরা তুচ্ছই ছিলাম। কিন্তু সেটা ভুলে গিয়ে বড্ড অহঙ্কারী হয়ে উঠেছিলাম…’’ এ ভাবেই একটানা বলে গেছেন অভিনেতা। আসলে এই ভিডিয়োর মাধ্যমে মানুষকে সচেতন করতে চেয়েছেন তিনি। অনুপম যেমন এক অংশে বলছেন, “আমি ক্লাসে ফার্স্ট হই। আমার অনেক বড় বাড়ি, গাড়ি। কী হবে? তাতে? আজ?”
তিনি বলছেন এই প্রশ্নের মাধ্যমে তিনি মানুষকে কখনই হতাশ করতে চান না, বরং তাঁর বিশ্বাস, ‘বিষ থেকেই অমৃত আসবে’। কিন্তু মানুষ বিষ মুক্ত হয়ে যেন আবার নিজেদের বিরাট কিছু ভাবতে না শুরু করেন বলে সতর্ক করেন অনুপম।