Advertisement
E-Paper

করোনা রুখতে হাত ধোয়ার ভিডিয়ো পোস্ট করে ট্রোলড নুসরত

একজন লেখেন, “উনি কি ভুলে গিয়েছেন যে জল বাঁচানোও দরকারি?” আর এক জনের বক্তব্য  “উনি যে বার্তা দিতে চেয়েছেন তা নিঃসন্দেহে ভাল। কিন্তু এ ভাবে জল নষ্ট করে ভিডিয়ো করে কী লাভ?” যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি নুসরত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৭:৩৩
নুসরত জাহান।

নুসরত জাহান।

চেয়েছিলেন সচেতনতা বাড়াতে। অনুরাগীদের মধ্যে করোনা নিয়ে সতর্ক বার্তা ছড়িয়ে দিতে। কিন্তু ফল হল ঠিক উল্টো। ‘ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন’-এর ‘সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ’ –এ অংশ নিয়ে হাত ধোয়ার ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন নুসরত। সেখানেই দেখা যাচ্ছে, কী ভাবে করোনা আতঙ্কের সময় সাবান হাতে মেখে পরিষ্কার করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অভিনেত্রী। কিন্তু হাতে সাবান লাগানোর সময় বেসিনের কল বন্ধ না করায় তাঁর উপর অসন্তোষ জানান নেটাগরিকদের একাংশ। ট্রোলড হতে হয় তাঁকে।

একজন লেখেন, “উনি কি ভুলে গিয়েছেন যে জল বাঁচানোও দরকারি?” আর এক জনের বক্তব্য “উনি যে বার্তা দিতে চেয়েছেন তা নিঃসন্দেহে ভাল। কিন্তু এ ভাবে জল নষ্ট করে ভিডিয়ো করে কী লাভ?” যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি নুসরত। শুধু নুসরতই নন। সচেতনতা বাড়াতে এই ‘সেফ হ্যান্ডস চ্যালেঞ্জে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন থেকে অনুষ্কা শর্মা-সহ বলি অভিনেত্রীরাও।

এই সব কমেন্টেই ছেয়ে গিয়েছে কমেন্ট বক্স

ssik

আরও পড়ুন-‘আলাদা থেকেই লড়ব’, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরলেন সৃজিত-প্রসেনজিৎ

দেখুন ভিডিয়ো

Let us all take precautionary measures and wash our hands every hour to prevent COVID-19. Remember to not waste water. Stay Safe - Stay Alert #SafeHands Challenge To join the challenge, follow WHO guidance on: 👉http://bit.ly/WHOHandRubbing 👉http://bit.ly/WHOHandWashing

A post shared by Nusrat (@nusratchirps) on

Nusrat jahan Tollywood Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy